প্রশ্ন:- আগ্নেয়গিরি কত প্রকার ও কী কী এবং প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও ?

উত্তর:- আগ্নেয়গিরির প্রকারভেদ:-সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিনপ্রকার, যথা— (1) সক্রিয় আগ্নেয়গিরি, (2) সুপ্ত আগ্নেয়গিরি (3) মৃত আগ্নেয়গিরি

উদাহরণ:-
(1) সক্রিয় আগ্নেয়গিরির- সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি, হাইয়াই দ্বীপের মৌনালোয়া, ভারতের ব্যারেন।
(2) সুপ্ত আগ্নেয়গিরি- জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া।
(3) মৃত আগ্নেয়গিরি- মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।

Leave a Comment