তারিখ – ০১/০১/২০২৩
প্রার্থী সমীপেষু
জাগরণ পত্রিকা
আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা-১৪
বিষয়: এলাকার জলাভূমি সংরক্ষণ
সবিনয় নিবেদন,
আমি নিমতা স্বামী বিবেকানন্দ সরণির একজন বাসিন্দা। আমাদের এলাকায় ‘কারখানা পুকুর’ নামে একটি সুবিশাল জলাশয় রয়েছে। একসময় এলাকার সাধারণ মানুষ প্রতিদিনের কাজে এই পুকুরের জল ব্যবহার করত। কিন্তু এখন ঘরে ঘরে ভূগর্ভস্থ জল উত্তোলনের আধুনিক ব্যবস্থা হয়ে যাওয়ায় এই পুকুরের জল আর ব্যবহৃত হয় না। এই জলাশয়ে প্রচুর মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাস করে। তবে বর্তমানে পুকুরটিতে কচুরিপানার প্রকোপ বেড়েছে। শুধু তা- এই নয়, কিছু হঠকারী মানুষের অবিবেচনার দরুণ আবর্জনা ও প্লাস্টিক-সহ বিভিন্ন বর্জ্যে ভরে উঠছে জলাশয়টি। আশেপাশে গজিয়ে-ওঠা বহুতলগুলির নির্মাণবর্জ্য ফেলারও জায়গা হয়ে দাঁড়িয়েছে পুকুরটি। ফলে জলাশয়টি ধীরে ধীরে বুজে যাওয়ার উপক্রম হয়েছে। আপনার কাছে আমার একান্ত অনুরোধ এই যে, আমার এই পত্রটি আপনার বহুলপ্রচারিত সংবাদপত্রে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করুন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, পরিবেশ দূষণ রোধ করতে ও উন্নায়নের প্রকোপ কমাতে জলাভূমি সংরক্ষণ করা নাগরিকদের আইনি অধিকার। এই নাগরিক অধিকার সুরক্ষিত করতে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।
ধন্যবাদান্তে
শ্রীঅমিত রায়
নিমতা
কলকাতা—৪৯
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।