উত্তর:- অলোপ সমাসকে ৮ টি ভাগে ভাগ করা হয় ।
যথা:— [১] আলাপ দ্বন্দ্ব সমাস, [২] অলোপ করণ তৎপুরুষ সমাস, [৩] অলোপ নিমিত্ত তৎপুরুষ সমাস, [৪] অলোপ অপাদান তৎপুরুষ সমাস, (৫) অলোপ সম্বন্ধ তৎপুরুষ সমাস [৬] অলোপ অধিকরণ তৎপুরুষ সমাস, (৭) অলোপ উপপদ তৎপুরুষ সমাস, [৮] অলোপ বহুব্রীহি সমাস।
[১] আলাপ দ্বন্দ্ব সমাস:— মায়ে ও ঝিয়ে—মায়েঝিয়ে, বনে ও জঙ্গলে—বনেজঙ্গলে।
[২] অলোপ করণ তৎপুরুষ সমাস:— হাতে সেলাই— হাতেসেলাই, মেঘে ঢাকা — মেঘেঢাকা।
[৩] অলোপ নিমিত্ত তৎপুরুষ সমাস:— খাবার জন্য জল- খাবারজল, খেলার জন্য মাঠ—খেলারমাঠ।
[৪] অলোপ অপাদান তৎপুরুষ সমাস:— ঘানির তেল— ঘানিরতেল, মিলের চাল — মিলেরচাল।
[৫] অলোপ সম্বন্ধ তৎপুরুষ সমাস:—পাড়ার ছেলে— পাড়ার ছেলে, মামার বাড়ি—মামারবাড়ি।
[৬] অলোপ অধিকরণ তৎপুরুষ সমাস:— অরণ্যে রোদন-অরণ্যেরোদন, গোড়ায় গলদ— গোড়ায়গলদ।
[৭] অলোপ উপপদ তৎপুরুষ সমাস:—গায়ে পড়ে যে—গায়েপড়া, খাচায় পড়েছে যে—খাঁচায়পড়া।
[৮] অলোপ বহুব্রীহি সমাস:— মুখে ভাত দেওয়ার যে অনুষ্ঠান—মুখেভাত, ছড়ি হাতে যার—ছড়িহাতে (অলোপ বহুব্রীহি সমাসকে অলুক্ বহুব্রীহি সমাসও বলে।)
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।