অ্যামোনিফিকেশন কাকে বলে ?

উত্তর:- উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায়, তখন তাদের দেহের বিভিন্ন নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে। যেসব ব্যাকটেরিয়া এই পদ্ধতি সম্পন্ন হতে সাহায্য করে, তাদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলে, যেমন—মাইক্রোকক্কাস (Micrococcus), ব্যাসিলাস মাইকয়ডিস (Bacillus mycoides) প্রভৃতি।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment