অনাক্রম্যতা বা ইমিউনিটি বলতে কী বোঝ ? কোন্ কোন্ পদ্ধতিতে শরীরে অনাক্রম্যতা গড়ে ওঠে ?

উত্তর:- অনাক্রম্যতা:— কোনো জীবদেহের রোগ প্রতিরোধের স্বাভাবিক ক্ষমতাকে অনাক্রম্যতা বা ইমিউনিটি বলে।
অনাক্রম্যতা পদ্ধতি :—
(1) কোনো অণুজীবের দেহ নিঃসৃত বিষাক্ত পদার্থ অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে শরীরে একপ্রকার প্রোটিনধর্মী যৌগ। অর্থাৎ অ্যান্টিবডি উৎপন্ন হয়। এই অ্যান্টিবডি, অ্যান্টিজেনকে আক্রমণ করে ও ধ্বংস করে। এটি হল স্বাভাবিক অনাক্রম্যতা।
(2) কোনো মৃত বা দুর্বল বা জীবিত অণুজীবকে অথবা অণুজীবের দেহ নিঃসৃত দুর্বল বিষকে নির্দিষ্ট পরিমাণে মানুষের দেহে প্রবেশ করিয়ে ওই ধরনের সকল অণুজীবের বিরুদ্ধে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করা হয়। এটি হল কৃত্রিম অনাক্রম্যতা।

 ╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment