অরণ্য আইনে কী বলা হয়েছিল ?

প্রশ্ন:- অরণ্য আইনে কী বলা হয়েছিল ?

উত্তর:- অরণ্য আইন অনুযায়ী —

প্রথমত, ভারতের বনভূমিকে তিনভাগে ভাগ করা হয় — ‘সংরক্ষিত’ বা ‘রিজার্ভড’ বনভূমি, ‘সুরক্ষিত’ বা ‘প্রোটেক্টেড’ বনভূমি আর ‘অশ্রেণিবিভক্ত’ বা ‘আনক্লাসিফায়েড’ বনভূমি ।

দ্বিতীয়ত, ‘সংরক্ষিত’ বনভূমি ছিল সম্পূর্ণভাবে সরকারের অধীনে, যেখানে গাছ কাটা ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ।

তৃতীয়ত, সুরক্ষিত বনভূমি থেকে উপজাতিরা প্রথমে বিনা পয়সায় ব্যক্তিগত প্রয়োজনে কাঠ সংগ্রহ করতে পারত কিন্তু তা বিক্রি করতে পারত না, অশ্রেণিবিভক্ত অরণ্যাঞ্চলে প্রবেশাধিকার ছিল অবাধ ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment