আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তা জানিয়ে মাকে একটি চিঠি লেখো।

তারিখ – ০১/০১/২০২৩
বিদ্যার্থী ছাত্রাবাস
৫০ লিনটন স্ট্রিট
কলকাতা : ১৪ 

বিষয়: আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তা জানিয়ে মাকে পত্রলিখন

শ্রীচরণেষু মা,

      চিঠির শুরুতেই তোমাকে ও বাবাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তোমরা কেমন আছ? আমি ভালো আছি। তুমি তো জানই আগামী মাসে আমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হচ্ছে। তাই ইদানীং পড়াশোনার চাপ একটু বেশি বলে সময় করে তোমাকে চিঠি লেখা হয়নি। আমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফলাফল যে মনের মতো হয়নি, তা তোমার অজানা নয়। তাই এবারের পরীক্ষায় যাতে ভালো ফলাফল হয়, তার জন্য সমান গুরুত্ব ও যত্নের সঙ্গে প্রতিটি বিষয়ের প্রস্তুতি নিচ্ছি।

অঙ্কে আমি বরাবরই একটু কাঁচা। অঙ্কে কম নম্বর পাওয়া নিয়ে ছোটোবেলা থেকে তোমার আর বাবার কাছে অনেক বকুনিও খেয়েছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও যথারীতি অঙ্কের নম্বর খুব একটা ভালো হয়নি। তাই এবার খুব চেষ্টা করছি অঙ্কে ভালো নম্বর পাওয়ার। অঙ্কের প্রতিটি অধ্যায়ের জন্য অতিরিক্ত সময় দিচ্ছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে, স্কুলের স্যার কিংবা অন্য বন্ধুদের সঙ্গে সেটি নিয়ে আলোচনা করে তার দ্রুত সমাধানের চেষ্টা করছি। প্রতিদিন সন্ধেবেলা আমরা তিন-চারজন বন্ধু মিলে দু-ঘণ্টা করে গ্রুপ স্টাডিজের মাধ্যমে প্রতিটি বিষয়ে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নিচ্ছি। আজ এখানেই শেষ করছি। পরীক্ষা শেষ হলে স্কুল কিছুদিনের জন্য ছুটি থাকবে। তখন ছুটিতে বাড়ি ফিরে অনেক কথা হবে। তুমি ও বাবা ভালো থেকো, আর আমায় নিয়ে চিন্তা কোরো না ।

                                                                    ইতি
তোমার শুভ

রমা সান্যাল
প্রযত্নে: -রজত সান্যাল
১৭, সূর্য সেন সরণি, বনগ্রাম 
সুভাষপাড়া, জেলা: জলপাইগুড়ি

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

এই পোস্টে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমাদের অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।

Leave a Comment