প্রশ্ন:- বারাসত বিদ্রোহের কারণ কী ?
উত্তর:- বারাসত বিদ্রোহের কারণগুলি হল —
( ১ ) ইসলাম ধর্মের সংস্কার সাধন ও বিশুদ্ধতা প্রতিষ্ঠা;
( ২ ) জমিদার, নীলকর, পুলিশ, প্রশাসনিক ব্যক্তিবর্গের শোষণ ও শাসন থেকে দরিদ্র কৃষক, জোলা ও অন্যান্য পেশার মানুষকে মুক্ত করা;
( ৩ ) জমিদার কৃষ্ণদেব রায় ও কুরগাছি এবং নগরপুরের জমিদারদের অত্যাচারের বিহিত করা এবং ( ৪ ) জমিদার ও নীলকরপন্থী ব্রিটিশ শাসনের অবসান ঘটানো ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।