বাড়িতে অতিথি এলে তোমার আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো।

তারিখ – ০১/০১/২০২৩
যাদবপুর, কলকাতা ৩২

বিষয়:বাড়িতে অতিথি এলে তাঁদের সঙ্গে কেমন আচরণ করা উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি

প্রিয় বন্ধু ঋতব্রতা, 

গতকাল তোর চিঠি পেয়েছি। সেই থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। তুই লিখেছিস তোর লাজুক স্বভাবের জন্য সকলে তোকে ভুল বোঝে। কিছুদিন আগে তোর এক মামা তোদের বাড়িতে বেড়াতে এলে তুই বেশি কথা বলিসনি, তাই উনি ক্ষুণ্ণ হয়েছেন। অথচ এমন নয় যে উনি আসাতে তুই অখুশি হয়েছিস। আসলে কী জানিস তো, আমাদের সমাজের কিছু রীতিনীতি আছে। তুই নিজেই ভেবে দেখ, তুই যদি ওঁর বাড়িতে যেতিস এবং উনি তোর মতোই আচরণ করতেন, তখন তোর খারাপ লাগত কি না ! আমি জানি তুই খুব ভালো মেয়ে। স্বভাববশত তুই কম কথা বলিস। কিন্তু সবাই তা বুঝবে না। তাই তুই বরং তোর সুন্দর হাসি নিয়ে অতিথিদের সঙ্গ দিস। নিজে কথা বেশি না বললেও তাঁদের কথা শুনিস। নিজের হাতে তাঁদের সামনে খাবার সাজিয়ে দিস। তুই নিশ্চয়ই আমাদের বাংলা পাঠ্যবইতে আশাপূর্ণা দেবী রচিত ‘কী করে বুঝব’ গল্পটি পড়েছিস। সেখানে বুকুর সমস্যা হয়েছিল অতিরিক্ত কথা বলার জন্য। আর তোর সমস্যা এসেছে ঠিক তার বিপরীত দিক থেকে। কাজেই কথা বেশি বলা আর না-বলা দুটোই সামাজিকতার পক্ষে ক্ষতিকর। আজ এ পর্যন্তই থাক, তোর সঙ্গে দেখা হলে আরও বেশ কিছু ঘটনার কথা বলব। ভালো থাকিস। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস।

                                                                          ইতি
শ্রীতমা

ঋতব্রতা রায়চৌধুরি 
প্রযত্নে: সৌম্যব্রত রায়চৌধুরী 
গ্রাম ও পোস্ট-অফিস: বৈদ্যনাথপুর 
জেলা: বাঁকুড়া, পিন: ৭২২১০১

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment