‘বেচারাম’ কাকে বলা হয় ?

প্রশ্ন:- ‘বেচারাম’ কাকে বলা হয় ?

উত্তর:- বেচারাম আসলে নির্দিষ্ট ওজনের চেয়ে কম ওজনের এক ধরনের বাটখারা যা ‘ছোটো বাউ’ নামেও পরিচিত ছিল । এর দ্বারা সাঁওতালদের কিনতে আসা জিনিসপত্র কম ওজনের বাটখারায় মেপে পরিমাণে কম দিয়ে প্রতারিত করা হত । সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ ছিল এই বাটখারা ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।

Leave a Comment