উত্তর:- ভূকম্পীয় তরঙ্গের প্রকারভেদ:- ভূকম্পীয় তরঙ্গ তিনপ্রকার, যথা — P তরঙ্গ বা অনুদৈর্ঘ্য বা প্রাথমিক তরঙ্গ, S তরঙ্গ বা ভূমিকম্পের অনুপ্রস্থ বা গৌণ তরঙ্গ, ও L তরঙ্গ বা পৃষ্ঠ বা পার্শ্ব তরঙ্গ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।