বীরসা মুন্ডা কে ছিলেন ?

প্রশ্ন:- বীরসা মুন্ডা কে ছিলেন ?

উত্তর:- মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বীরসা মুন্ডা —

প্রথমত, তিনি মুন্ডাদের দীর্ঘদিনের অরণ্য সম্পদের অধিকারের ওপর সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ব্রিটিশরাজের অবসান ঘটিয়ে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা (১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দ) করতে চেয়েছিলেন ।

দ্বিতীয়ত, ব্রিটিশ ছাড়াও জমিদার, মহাজন, মিশনারি ও পুলিশের বিরুদ্ধে তিনি সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন ।

তৃতীয়ত, মুন্ডাদের কাছে ভগবান রূপে পূজিত এই মহান নেতা ১৯০০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।

Leave a Comment