চলিত ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো ?

উত্তর:- (১) চলিত ভাষার শব্দভাণ্ডারে কিছু বিশুদ্ধ সংস্কৃত শব্দ আছে। কিন্তু এর মূল সম্পদ হল সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আসা প্রচুর তদ্ভব শব্দ। এ ছাড়া আর্যরা ভারতবর্ষে আসার আগে যেসব জাতি এদেশে বাস করত তাদের ভাষা থেকেও অনেক শব্দ বাংলায় এসেছে।

(২) চলিত ভাষার শব্দরূপ, ক্রিয়ারূপ, বাক্যগঠন পদ্ধতি মধ্যযুগের বাংলা ভাষা থেকে গৃহীত নয়, একালের মুখের জীবন্ত ভাষা থেকে গৃহীত। যেমন—ওরে বাবা! আঁতকে ওঠেন এঁরা— তিনতলায়! সিঁড়ি ভেঙে আর উঠতে পারব না বাবা, রক্ষে করো!

(৩) সর্বনাম ও ক্রিয়াপদের রূপগুলি সংক্ষিপ্ত, যেমন:—
সর্বনাম:— যাঁরা, তাঁরা, তারা, তাকে ইত্যাদি।
ক্রিয়া:— হয়ে, থেকে, পড়ে, দেখে, খেয়ে ইত্যাদি।

(৪) এ-ভাষা শুধু সাহিত্যেই সীমাবদ্ধ নয়। এ-ভাষা এখন যেমন সাহিত্যের ভাষা তেমনই শিক্ষিতজনের মৌখিক ভাব-বিনিময়েরও মার্জিত মাধ্যম। এই ভাষা এখন বিভিন্ন গণমাধ্যমেরও ভাষা। যেমন:— সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হল। ও উঠে দাঁড়াল। এখন কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসল। (পরাজয়—শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়)।

 ╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment