চলিত ভাষা কাকে বলে ?

উত্তর:- চলিত ভাষা হল জীবন্ত ভাষা, মানুষের মুখের ভাষা। বাংলার নানান অঞ্চলে এই মুখের ভাষার নানান রূপ আছে। তার মধ্যে কলকাতা শহর- সহ ভাগীরথী নদীর উভয় তীরবর্তী অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত কথ্যভাষা সমগ্র বঙ্গদেশের শ্রেষ্ঠ মৌখিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই মৌখিক ভাষাকেই বলা হয় চলিত ভাষা। অর্থাৎ মানুষের প্রতিদিনের মুখের ভাষাকে অনুসরণ করে সংস্কৃত শব্দের সাহায্য ছাড়া যে সহজসরল বাংলা ভাষা ব্যবহৃত হয়, তাকে চলিত বাংলা ভাষা বলে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment