চুয়াড় বিদ্রোহের কারণ কী ?

প্রশ্ন:- চুয়াড় বিদ্রোহের কারণ কী ?

উত্তর:- চুয়াড় বিদ্রোহের কারণগুলি হল —

প্রথমত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর জঙ্গলমহলে বেশী মাত্রায় রাজস্ব নির্ধারণ করলে স্থানীয় জমিদারের পক্ষে সেই কর দেওয়া সাধ্যাতীত হয়ে দাঁড়ায় ।

দ্বিতীয়ত, ইংরেজ কোম্পানির রাজস্বনীতিতে চুয়াড়দের চিরাচরিত সমাজব্যবস্থার পরিবর্তন ঘটলে চুয়াড়রা রাজা জগন্নাথ ধলের নেতৃত্বে বিদ্রোহী হয়ে ওঠে ।

তৃতীয়ত, পাইকদের হারানো জমি পুনরুদ্ধার ও চুয়াড়দের প্রচলিত অধিকার প্রতিষ্ঠা ছিল এই বিদ্রোহের অন্যতম কারণ ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment