‘চুয়াড়’ কাদের বলা হয় ?

প্রশ্ন:- ‘চুয়াড়’ কাদের বলা হয় ?

উত্তর:- মেদিনীপুর জেলার ‘জঙ্গলমহল’ – এর অধিবাসীরা চুয়াড় নামে পরিচিত ছিল এবং এদের বৈশিষ্ট্য ছিল —

প্রথমত, বনের ওপর নির্ভরশীল এই উপজাতি চাষ – আবাদ ও পশু – পাখি শিকার করত ।

দ্বিতীয়ত, মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম বা ঘাটশিলার জমিদারদের অধীনে এরা ‘পাইক’ হিসেবে রক্ষীবাহিনীর কাজ করত এবং তাদের পরিসেবার বিনিময়ে ‘পাইকান’ জমি ভোগ করত ।

তৃতীয়ত, এরা নিম্নবর্গের শ্রমজীবী মানুষ ছিল বলে অবহেলা করে এদের ‘চুয়াড়’ বলা হত ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।

1 thought on “‘চুয়াড়’ কাদের বলা হয় ?”

Leave a Comment