প্রিয় ভবিষ্যতের নক্ষত্ররা,
‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় ৫ ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব (Class 8 Bengali Grammar Chapter 5 Kriyar Kal O Kriyar Bhab) – এই বিষয়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রশ্ন:- ক্রিয়ার ভাব কাকে বলে ?
উত্তর:- বাক্যে ক্রিয়া সম্পন্ন হওয়ার পদ্ধতিকে ক্রিয়ার ভাব বলে।
প্রশ্ন:- কালকে আমরা প্রধানত যে ক-ভাগে ভাগ করতে পারি:— (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তর:- কালকে আমরা প্রধানত – (খ) তিন ভাগে ভাগ করতে পারি।
প্রশ্ন:- যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয়:— (ক) নিত্য বর্তমান (খ) ঘটমান বর্তমান (গ) পুরাঘটিত বর্তমান (ঘ) ঘটমান অতীত
উত্তর:- যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয়:— (খ) ঘটমান বর্তমান।
প্রশ্ন:- “আমি তো এসে গেছি।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল—(ক) অতীত কাল (খ) পুরাঘটিত অতীত (গ) পুরাঘটিত বর্তমান (ঘ) ঘটমান বর্তমান
উত্তর:- “আমি তো এসে গেছি।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল:— (গ) পুরাঘটিত বর্তমান।
প্রশ্ন:- “ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিদানে সম্মানিত করেন।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল—(ক) নিত্য বর্তমান ঘটমান বর্তমান (খ) পুরাঘটিত বর্তমান (গ) সাধারণ অতীত
উত্তর:- “ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিদানে সম্মানিত করেন।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল:— (ক) নিত্য বর্তমান
প্রশ্ন:- ঘটমান অতীতের উত্তমপুরুষ যদি হয় ‘ছিলাম’ তাহলে ঘটমান ভবিষ্যতের মধ্যম পুরুষ কী হবে ?
উত্তর:- ঘটমান অতীতের উত্তমপুরুষ ‘ছিলাম’ হলে ঘটমান ভবিষ্যতের মধ্যমপুরুষ হবে—‘করতে থাকব”।
প্রশ্ন:- অতীত অর্থে বর্তমান কালের ক্রিয়ার একটি উদাহরণ দাও।
উত্তর:- অতীত অর্থে বর্তমান কালের ক্রিয়ার একটি উদাহরণ হল:— আমি যখন সপ্তম শ্রেণিতে পড়ি তখন বর্ধমানে থাকি।
প্রশ্ন:- “আমি যদি ক্যাপটেন হই, তাহলে চারজন স্ট্রাইকার নিয়ে খেলব।”—এটি ক্রিয়ার কোন্ ভাবের উদাহরণ ?:— (ক) নির্দেশক (খ) বর্তমান অনুজ্ঞা (গ) ভবিষ্যৎ অনুজ্ঞা (ঘ) আপেক্ষিক ভাব
উত্তর:- “আমি যদি ক্যাপটেন হই, তাহলে চারজন স্ট্রাইকার নিয়ে খেলব।”—এটি ক্রিয়ার:— (ঘ) আপেক্ষিক ভাবের উদাহরণ।
প্রশ্ন:- “আগামী তিনদিনের মধ্যে কাজটি দাও।” –এটি ক্রিয়ার কোন্ ভাবের উদাহরণ?:— (ক) নির্দেশক (খ) বর্তমান অনুজ্ঞা (গ) ভবিষ্যৎ অনুজ্ঞা (ঘ) আপেক্ষিক ভাব
উত্তর:- “আগামী তিনদিনের মধ্যে কাজটি দাও।”:— এটি ক্রিয়ার (গ) ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ।
প্রশ্ন:- “সত্য সেলুকাস! কী বিচিত্র এই দেশ!”—এই বাক্যটি সম্পর্কে নীচের কোন্ বক্তব্যটি ঠিক?:- (ক) এটি বর্তমান কাল ও বর্তমান অনুজ্ঞার উদাহরণ (খ) এটি বর্তমান কাল ও নির্দেশক ভাবের উদাহরণ (গ) এটি অতীত কাল ও অতীত অনুজ্ঞার উদাহরণ (ঘ) এটি অতীত কাল ও নির্দেশক ভাবের উদাহরণ
উত্তর:- “সত্য সেলুকাস! কী বিচিত্র এই দেশ!”:— এই বাক্যটি:— (খ) বর্তমান কাল ও নির্দেশক ভাবের উদাহরণ।