Class 8 বাংলা ব্যাকরণ Chapter 1 দল Very Short Answer Type Questions

প্রশ্ন:- মুক্তস্বর কী ?

উত্তর:- যে স্বর স্বরধ্বনি দিয়ে শেষ হয় তাকে মুক্তস্বর বলে। যেমন—বাড়ি’ শব্দের দুটি মুক্তদল হল বা এবং ড়ি।

প্রশ্ন:- রুদ্ধস্বর বলতে কী বোঝ ?

উত্তর:- যে স্বর স্বরধ্বনি দিয়ে শেষ হয় না তাকে রুদ্ধস্বর বলে। যেমন—বল, চল।

প্রশ্ন:- মুক্তদলকে স্বরাস্ত অক্ষর বলা হয় কেন ?

উত্তর:- মুক্তদলের শেষে স্বরধ্বনি থাকে বলে তাকে স্বরান্ড (স্বর অন্তে বা শেষে যার) অক্ষর বলা হয়।

প্রশ্ন:- আকাশপাতাল’শব্দটির মধ্যে আছে কয়টি দল আছে ?

উত্তর:- দুটি মুক্তদল ও দুটি রুদ্ধদল।

প্রশ্ন:- ‘রবীন্দ্রনাথ’ শব্দটিতে দল সংখ্যা কয়টি ?

উত্তর:- চারটি।

প্রশ্ন:- ‘বিবেকানন্দ’শব্দটিতে আছে কয়টি দল আছে ?

উত্তর:- চারটি মুক্তদল, একটি রুদ্ধদল।

প্রশ্ন:- ‘ভৈরব’ শব্দটির দল বিশ্লেষণ করলে কয়টি দল পাই ?

উত্তর:- দুটি দল, মুক্তদল, রুদ্ধদল ।

প্রশ্ন:- ‘বিদ্যাসাগর’ শব্দটির মধ্যে কয়টি দল আছে ?

উত্তর:- দুটি রুদ্ধদল, দুটি মুক্তদল।

প্রশ্ন:- ‘চন্দ্রগুপ্ত’ শব্দটি কয়টি দল বিশিষ্ট ?

উত্তর:- চারটি দল বিশিষ্ট ।

প্রশ্ন:- ‘অপরাজিতা’ শব্দের দলসংখ্যা কয়টি ?

উত্তর:- ৫টি।

প্রশ্ন:- ‘কথা’ শব্দটিতে দলের সংজ্ঞা কয়টি ?

উত্তর:- ২টি।

Leave a Comment