প্রশ্ন:- প্রগত স্বরসংগতি কাকে বলে ? উদাহরন দাও ।
উত্তর:- পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়ে একইরকম বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হলে, তাকে বলে প্রগত স্বরসংগতি।
▪ উদাহরন:— পুজা > পুজো • মিথ্যা > মিথ্যে • বিলাত > বিলেত হিসাব > হিসেব।
প্রশ্ন:- অন্ত্যব্যঞ্জনলোপ কাকে বলে ? উদাহরন সহ লেখো।
উত্তর:- উচ্চারণের সুবিধার জন্য বা আরামপ্রিয়তার কারণে শব্দের শেষে থাকা ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়াকে বলে অন্ত্যব্যঞ্জনলোপ ।
▪ উদাহরন:— • গাত্র > গা – আম্র > আম • সখী > সই ।
প্রশ্ন:- মধ্যব্যঞ্জনলোপ কাকে বলে ? উদাহরন সহ লেখো।
উত্তর:- উচ্চারণের সুবিধার জন্য বা আরামপ্রিয়তার কারণে শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়াকে বলে মধ্যব্যঞ্জনলোপ।
▪ উদাহরন:— • ফাল্গুন > ফাগুন • কার্পাস > কাপাস।
প্রশ্ন:- ব্যঞ্জনলোপ কাকে বলে ? উদাহরন সহ লেখো ।
উত্তর:- আদিব্যঞ্জনলোপ কাকে বলে ? উদাহরন সহ লেখো।
উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে বা প্রথমে থাকা ব্যঞ্জনধ্বনি লোপ পাওয়াকে আদিব্যঞ্জনলোপ বলে।
উদাহরন:— স্থান > থান • স্ফটিক > ফটিক।
প্রশ্ন:- অন্ত্যস্বরলোপ কাকে বলে উদাহরন সহ লেখো ?
উত্তর:- শব্দের শেষে অবস্থিত কোনো স্বরধ্বনি যখন উচ্চারণের সুবিধার জন্য লোপ পায়, তখন সেই প্রক্রিয়াকে অন্ত্যস্বরলোপ বলে।
▪ উদাহরন:— • রাশি > রাশ • আজি > আজ • ভিত্তি > ভিত • সন্ধ্যা > সঝা > সাঁঝ।