Class 8 বাংলা ব্যাকরণ Chapter 2 ব্যাকরণ ধবনি পরিবর্তনের কারণ ও ধারা  Short Answer Type Questions

প্রশ্ন:- ধ্বনি বিপর্যয় কাকে বলে উদাহরণসহ লেখো ?

উত্তর:- শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত দুটি ধ্বনি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে, তাকে ধ্বনি বিপর্যয় বলে।
 উদাহরন:—  রিকশা > রিকা।

প্রশ্ন:- মধ্যস্বরলোপ কাকে বলে উদাহরন সহ লেখো ?

উত্তর:- শব্দের মধ্যে অবস্থিত কোনো স্বরধ্বনি যখন উচ্চারণের সুবিধার জন্য লোপ পায় তখন সেই প্রক্রিয়াকে মধ্যস্বরলোপ বলে।
 উদাহরন:— • গামোছা > গামছা • সুবর্ণ > স্বর্ণ • নাতিনী > নাতনি • জানালা > জানলা • গৃহিনী > গিন্নি • বসতি > বস্তি।

প্রশ্ন:- অপিনিহিতি কাকে বলে ? উদাহরন সহ লেখো।

উত্তর:- অনেকসময় শব্দের মধ্যে ই’ বা ‘উ’ ধ্বনি থাকলে, সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত আছে, সেই ব্যঞ্জনের আগে এসে উচ্চারিত হয়। এ ছাড়া শব্দে য-ফলাযুক্ত ব্যঞ্জন বা ‘ক্ষ’ এবং ”থাকলে তার আগে অনেক সময় একটা অতিরিক্ত ‘ই’ বা ‘উ’ ধ্বনি উচ্চারিত হয়। এই উভয় প্রক্রিয়াকেই বলা হয় অপিনিহিতি

উদাহরন:—
[ক] ই-কারের অপিনিহিতি:— • রাখিয়া > রাইখ্যা • রাতি > রাইত • সত্য > সইও • চারি > চাইর • শুনিয়া > শুইন্যা • কন্যা > কইন্না

[খ] উ-কারের অপিনিহিতি:— • সাধু > সাউধ • মাছুয়া > মাউছুয়া • জলুয়া > জাউলুয়া • সাথুয়া > সাউথুয়া

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment