Class 8 বাংলা ব্যাকরণ Chapter 2 ব্যাকরণ ধবনি পরিবর্তনের কারণ ও ধারা  Very Short Answer Type Questions

আমাদের প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী্রা,
নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় ২ – ব্যাকরণ ধবনি পরিবর্তনের কারণ ও ধারা (Class 8 Bengali Grammar Chapter 2 Byakaran Dhoni Poribortoner Karon O Dhara) থেকে কিছু  অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো অনুশীলন করতে পারো।

প্রশ্ন:- স্বরাগম কাকে বলে ?

উত্তর:- উচ্চারণকে সহজ করতে অথবা উচ্চারণের কষ্ট দূর করতে শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে।

প্রশ্ন:- স্বরাগমকে কয়টি ভাগে ভাগ করা হয় ? ও কী কী ।

উত্তর:- স্বরাগমকে তিনভাগে ভাগ করা যায়।যথা— (১) আদিস্বরাগম, (২) মধ্যস্বরাগম ও (৩) অন্ত্যস্বরাগম।

প্রশ্ন:- শ্রুতিধ্বনি কাকে বলে ?

উত্তর:- পাশাপাশি দুটি ধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার জন্য বা দ্রুত উচ্চারণের ফলে কখনো কখনো অন্য একটি অর্ধস্ফুট ধ্বনির আগমন হয়। সেই ধ্বনিকেই শ্রুতিধ্বনি বলে।

প্রশ্ন:- শ্রুতিধ্বনি কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী ?

উত্তর:- শ্রুতিধ্বনি দু ভাগে ভাগ করা হয় । যথা— (১) অন্তঃস্থ য়-শ্রুতি এবং (২) অন্তঃস্থ ব-শ্রুতি।

প্রশ্ন:- ধ্বনির লোপকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী ?

উত্তর:- ধ্বনির লোপ দু-ভাগে ভাগ করা হয় । যথা:— (১) স্বরলোপ ও (২) ব্যঞ্জনলোপ।

প্রশ্ন:- স্বরলোপকে কয়টি ভাগে ভাগ করা হয় ? ও কী কী ।

উত্তর:- স্বরলোপকে তিন ভাগে ভাগ করা হয় । যথা:— (১) আদিস্বরলোপ, (২) মধ্যস্বরলোপ ও (৩) অন্ত্যস্বরলোপ ।

প্রশ্ন:- স্বরসংগতি কয়টি শ্রেণিতে ভাগ করা হয় ? ও কী কী ।

উত্তর:- স্বরসংগতিকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা:— [ক] প্রগত স্বরসংগতি , [খ] পরাগত স্বরসংগতি ও [গ] পারস্পরিক বা অন্যোন্য স্বরসংগতি ।

প্রশ্ন:- ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি উল্লেখ করো ?

উত্তর:- ধ্বনি পরিবর্তনের মূল কারণ হল উচ্চারণের সরলীকরণ।

প্রশ্ন:- ‘স্বরাগম’ বলতে কী বোঝ ?

উত্তর:- শব্দের আগে, মধ্যে বা শেষে যুক্তব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে।

প্রশ্ন:- মধ্যস্বরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো ?

উত্তর:- মধ্যস্বরাগমের একটি দৃষ্টান্ত হল—নয়ন > নয়ান।

Leave a Comment