প্রশ্ন:- শব্দের শুরুতে ব্যঞ্জনাগম ঘটেছে এমন একটি উদাহরণ দাও ?
উত্তর:- শব্দের শুরুতে ব্যঞ্জনাগমের উদাহরণ হল—আম > রাম।
প্রশ্ন:- বশ্রুতি ঘটার কারণ কী ?
উত্তর:- দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ব-শ্ৰুতি ঘটে। যেমন—শোআ > শোবা (শোওয়া)
প্রশ্ন:- ভক্ত > ভত্ত—এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন্ নিয়মটি লক্ষ করা য়ায ?
উত্তর:- ভক্ত > ভক্ত—এক্ষেত্রে পরাগত সমীভবনের নিয়মটি লক্ষ্য করা যায়।
প্রশ্ন:- ‘ক্ষ’ ও ‘জ্ঞ’ এই দুই ক্ষেত্রে কীভাবে অপিনিহিতি লক্ষ করা যায় ?
উত্তর:- ক্ষ’র ক্ষেত্রে অপিনিহিতি হল—লক্ষ > লইক্খ। জ্ঞ-র ক্ষেত্রে অপিনিহিতি হল— যজ্ঞ > যইগ্গোঁ।
প্রশ্ন:- ধ্বনিবিপর্যয় বলতে কী বোঝ ?
উত্তর:- উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে দুটি ধ্বনির স্থান পরিবর্তনকে ধ্বনিবিপর্যয় বা ধ্বনিবিপর্যাস বলা হয়। যেমন:— রিকশা > রিঙ্।
প্রশ্ন:- অপিনিহিতি’ শব্দের আক্ষরিক অর্থ কী ?
উত্তর:- অপিনিহিতি শব্দটির অর্থ হল ‘আগে বসা’ বা আগে স্থাপন।
প্রশ্ন:- ‘স্বরসংগতি’ শব্দটির অর্থ কী ?
উত্তর:- ‘স্বরসংগতি’শব্দটির অর্থ হল ‘স্বরের সাম্য’ বা ‘স্বরের সংগতি’।
প্রশ্ন:- একটি করে উদাহরণ দাও— অপিনিহিতি, য়শ্রুতি ?
উত্তর:- অপিনিহিতির একটি উদাহরণ হল:— করিয়া > কইর্যা, য়-শ্রুতির একটি উদাহরণ হল:— মা-এর > মায়ের।
প্রশ্ন:- ধ্বনি পরিবর্তনের ধারাগুলি কী ?
উত্তর:- বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের ধারাগুলি হল—ধ্বনির আগম, ধ্বনিলোপ এবং ধ্বনির রূপান্তর ।
প্রশ্ন:- বিলাতি > বিলিতি—এখানে ধ্বনি পরিবর্তনের কোন্ নিয়মটি লক্ষ করা যায় ?
উত্তর:- বিলাতি > বিলিতি—এখানে প্রগত স্বরসংগতির নিয়ম লক্ষ করা যায়।