প্রশ্ন:- রিকশা > রিষ্কা—এটি ধ্বনি পরিবর্তনের কোন্ রীতি ?
উত্তর:- রিকশা > রিকা এখানে ধ্বনি বিপর্যয়ের রীতি অনুসৃত হয়েছে।
প্রশ্ন:- স্বরলোপ কয়প্রকার ? যে-কোনো একটির দৃষ্টান্ত দাও ৷
উত্তর:- স্বরলোপ তিনপ্রকার—আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত্য স্বরলোপ। আদি স্বরলোপের দৃষ্টান্ত হল—অলাবু > লাউ।
প্রশ্ন:- ‘বিপ্রকর্ষ’ ধ্বনি পরিবর্তনের কোন্ রীতির অপর নাম ?
উত্তর:- ধ্বনি পরিবর্তনের অন্তর্গত ‘স্বরভক্তি’ রীতিটির অপর নাম হল—বিপ্রকর্ষ’।
প্রশ্ন:- একটি অন্ত্য-ব্যঞ্জনাগমের উদাহরণ দাও ?
উত্তর:- নানা > নানান—এটি অন্ত্য ব্যঞ্জনাগমের একটি উদাহরণ।
প্রশ্ন:- হ্রদ >হদ > দহ’—কোন্ রীতির উদাহরণ ?
উত্তর:- হ্রদ > হৃদ > দহ—এটি ধ্বনি বিপর্যয় বা বিপর্যাসের উদাহরণ।
প্রশ্ন:- “য’কার ঘটিত একটি অপিনিহিতির উদাহরণ দাও ?
উত্তর:- য’কার ঘটিত একটি অপিনিহিতির উদাহরণ হল–কন্যা > কইন্যা।
প্রশ্ন:- আদি স্বরাগমের একটি উদাহরণ দাও ?
উত্তর:- আদি-স্বরাগমের একটি উদাহরণ হল—স্কুল > ইস্কুল।
প্রশ্ন:- চন্দন > চন্নন—এখানে কোন্ নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে ?
উত্তর:- চন্দন > চন্নন—এখানে প্রগত সমীভবনের নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।