আমাদের প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী্রা,
নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় ৩ – বাক্যের ভাব ও রূপান্তর (Class 8 Bengali Grammar Chapter 3 Bakyoer Vaab O Rupantor) থেকে কিছু অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো অনুশীলন করতে পারো।
নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো।
প্রশ্ন:- আমার সঙ্গে এসো।
উত্তর:- বাক্যটি হল— অনুজ্ঞাবাচক
প্রশ্ন:-আমি আপনাকে যে অশ্ব দিয়াছি, উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে।
উত্তর:- বাক্যটি হল – না-বাচক
প্রশ্ন:- মরার চেয়ে বাঁচাই ভালো।
উত্তর:- বাক্যটি হল- হ্যাঁ-বাচক
প্রশ্ন:- ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়ব।
উত্তর:- বাক্যটি হল— হ্যাঁ বাচক
প্রশ্ন:- মান্দালয় জেলে ছ’বছর বন্দি হয়ে থাকাটাই তাঁর অকালমৃত্যুর কারণ।
উত্তর:- বাক্যটি হল- হ্যাঁ-বাচক
প্রশ্ন:- এ বিষয়ে বিশেষজ্ঞরাই মতামত দেবার অধিকারী।
উত্তর:- বাক্যটি হল- হ্যাঁ-বাচক
প্রশ্ন:- আপনি সত্বর প্রস্থান করুন।
উত্তর:- বাক্যটি হল- অনুজ্ঞাবাচক
প্রশ্ন:- তুমি যদি আমাদের ক্লাবে আসতে চাও তাহলে তোমায় আমরা মাথায় তুলে নিয়ে যাব।
উত্তর:- বাক্যটি হল— জটিল
প্রশ্ন:- যাক, আমাদের তো জিত হল, এবারে প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক।
উত্তর:- বাক্যটি হল – হ্যাঁ-বাচক
প্রশ্ন:- “বৃথা সময় নষ্ট কোরো না”—কী জাতীয় বাক্য?—
উত্তর:- অনুজ্ঞাবাচক