প্রশ্ন:- আনন্দ, দুঃখ প্রকাশ পায়-
উত্তর:- বিস্ময়সূচক
প্রশ্ন:- আদেশ, অনুরোধ প্রভৃতি বোঝায়-
উত্তর:- অনুজ্ঞাসূচক বাক্যে
প্রশ্ন:- সূর্য পূর্ব দিকে ওঠে।
উত্তর:- নির্দেশক
প্রশ্ন:- বাণীকণ্ঠ নিম্না হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিল। (জটিল বাক্যে)
উত্তর:- বাণীকণ্ঠ যখন নিদ্রা হইতে উঠিল, তখন শয়নগৃহে তামাক খাইতেছিল।
প্রশ্ন:- রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। (না-সূচক বাক্য)
উত্তর:- রমনের গলাটা অকম্পিত রইল না।
প্রশ্ন:- যত্নশীল যারা, তারাই রক্তলাভের অধিকারী। (সরলবাক্যে)
উত্তর:- যত্নশীলরাই রত্নলাভের অধিকারী।
প্রশ্ন:- নামটা খুব সুন্দর (আবেগসূচক বাক্য)
উত্তর:- বাঃ, নামটা কী সুন্দর!
প্রশ্ন:- গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। (না-সূচক)
উত্তর:- গাছের শাখায় গান ধরতে বনের পাখিরা ভয় পায় না।
প্রশ্ন:- রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় (জটিল বাক্যে)
উত্তর:- যারা রেলবাজারের হোমগার্ড, তারা সাত ঝামেলা জোটায়।
প্রশ্ন:- তা ছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। (অন্তার্থক বাক্য)
উত্তর:- তা ছাড়া তখন হয়তো অনেক রোগা ছিলেন আপনারা।