Class 8 বাংলা ব্যাকরণ Chapter 3 বাক্যের ভাব ও রূপান্তর Very Short Answer Type Questions

প্রশ্ন:- ওখানেই জায়গা করে নেব। (না-সূচক বাক্যে)

উত্তর:- ওখানে জায়গা না করে ছাড়ব না।

প্রশ্ন:- রমা কিছু বলিল না। (হ্যাঁ-সূচক বাকো)

উত্তর:- রমা নীরব রহিল।

প্রশ্ন:- চোখের পলকে জলস্রোত জনপদটিকে প্লাবিত করিয়া দিল। (নঞর্থক বাক্যে)

উত্তর:- চোখের পলক ফেলতে না ফেলতেই জলস্রোত জনপদটিকে প্লাবিত করিয়া দিল।

প্রশ্ন:- শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর:- শুধু প্রান্তরে কি শুকনো হাওয়ার হাহাকার শোনা যায় না?

প্রশ্ন:- অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। (অন্ত্যর্থক বাক্যে)

উত্তর:- অবশ্য গাছের গতি সাধারণত অদৃশ্য থাকে।

প্রশ্ন:- সেদিকটার দরজা বন্ধ। (না-সূচক বাক্যে)

উত্তর:- সেদিকটার দরজা খোলা নেই।

প্রশ্ন:- লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। (জটিল বাক্যে)

উত্তর:- যে শাড়িখানি লাল, তা রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ।

প্রশ্ন:- ছোকরার দলের কথায় আমলই দেন না। (হ্যাঁ-সূচক বাক্যে)

উত্তর:- ছোকরার দলের কথায় আমল দেওয়া অপ্রয়োজনীয় মনে করেন।

প্রশ্ন:- অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে।(সরল বাক্যে)

উত্তর:- অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফিরলেই সে ফেরে।

প্রশ্ন:- তুমি নীচ, অতি ছোটো। (যৌগিক বাক্যে)

উত্তর:- তুমি অতি ছোটো ও নীচ।

Leave a Comment