Class 8 বাংলা ব্যাকরণ Chapter 3 বাক্যের ভাব ও রূপান্তর Very Short Answer Type Questions

প্রশ্ন:- বেণীর মুখ গম্ভীর হইল। (নঞর্থক বাক্যে)

উত্তর:- বেণীর মুখে আর হাসি রইল না।

প্রশ্ন:- ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর:- ভোমরা কি গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে যেত না?

প্রশ্ন:- আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। (সরল বাক্যে)

উত্তর:- আমার শেখা সব কিছু এই পত্রে লিখে নিচ্ছিলাম।

প্রশ্ন:- পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর:- উভয়ের কেউই কি আর পরিচয় স্বীকার করতে রাজি থাকে?

প্রশ্ন:- বুকু ছুটে উপরে চলে যায়। (জটিল বাক্যে)

উত্তর:- বুকু ছুটে যেখানে চলে যায়, তা হল উপরে।

প্রশ্ন:- ছেনুমাসি, আর অন্যটির নাম বেণুমাসি। (সরল বাক্যে)

উত্তর:- ছেনুমাসি ছাড়া অন্যজনের নাম রেণুমাসি।

প্রশ্ন:- আমার পক্ষে এর উত্তর দেওয়া কঠিন। (না-সূচক বাক্যে)

উত্তর:- আমার পক্ষে এর উত্তর দেওয়া সহজ নয়।

প্রশ্ন:- ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। (না-সূচক বাক্যে )

উত্তর:- নীলু ফুলবাগানের মোড়ের থেকে বেশি এগিয়ে দেখল না।

প্রশ্ন:- বাইরে থেকে দেখে বোঝা যেত না, কিন্তু কে জানে, হয়তো ওই জীবন তার আর ভালো লাগছিল না। (হ্যাঁ-সূচক বাক্যে)

উত্তর:- বাইরে থেকে দেখে বোঝা অসম্ভব ছিল কিন্তু কে জানে হয়তো ওই জীবন তার খারাপ লাগছিল ।

প্রশ্ন:- সেদিকটার দরজা বন্ধ। (না-সূচক বাক্যে )

উত্তর:- সেদিকটার দরজা খোলা ছিল না।

Leave a Comment