প্রশ্ন:- তাঁর হয়েছে বড়ো জ্বালা । (বিস্ময়সূচক বাক্যে)
উত্তর:- উঃ! তার কী ভীষণ জ্বালা !
প্রশ্ন:- বুড়ো চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল। (প্রশ্নসূচক বাক্যে)
উত্তর:- বুড়ো চোখটা কি অন্যদিকে ফিরিয়ে নিল না ?
প্রশ্ন:- দুপুরে খাওয়ার সময়টায় এক বেড়াল ছাড়া তার কাছাকাছি আর কেউ থাকে না বড়ো একটা। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর:- দুপুরে খাওয়ার সময়টায় শুধু একটা বেড়াল তার কাছাকাছি থাকে।
প্রশ্ন:- তোর অধঃপাত দেখলে আমি কোথায় গিয়ে মুখ লুকোব ? (প্রশ্ন পরিহার করো)
উত্তর:- তোর অধঃপাত দেখে আমি কোথাও গিয়ে মুখ লুকোতে পারব না ।
প্রশ্ন:- তাঁর কানে যদি এসব কথা যায় তাহলে রক্ষে রাখবে ভেবেছিস? (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর:- তাঁর কানে যদি এসব কথা যায় তাহলে আর রক্ষে রাখবে না ভাবিস।
প্রশ্ন:- ও মানুষের মর্ম তোমরা বুঝবে না। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর:- ও মানুষের মর্ম তোমাদের বোঝার বাইরে থেকে যাবে।
প্রশ্ন:- মা বলল, আমরা কি অত জানতুম বাছা! (নির্দেশক বাক্যে)
উত্তর:- মা বলল, বাছা, আমরা অত জানতুম না ।
প্রশ্ন:- দোকানে বিক্রিবাটা কেমন হে ? (প্রশ্নবাক্যটির প্রকার নির্দেশ করো)
উত্তর:- সামাজিক-আলাপচারিতার প্রশ্ন / লগ্ন প্রশ্ন।
প্রশ্ন:- এগিয়ে চলতে হবে। (অনুজ্ঞাবাচক কথায়)
উত্তর:- এগিয়ে চলো।
প্রশ্ন:- মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে। (না-সূচক বাক্যে)
উত্তর:- মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক ছাড়া আর কেউ দাঁড়িয়ে নেই।