প্রশ্ন:- আর বলবেন না মশাই। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর:- মশাই আর কিছু বলা বন্ধ করুন।/ চুপ করে থাকুন মশাই।
প্রশ্ন:- বকশিশের কথায় কাশীনাথ হেসে ফেলল। (না-সূচক বাক্যে)
উত্তর:- বকশিশের কথায় কাশীনাথ না হেসে থাকতে পারল না।
প্রশ্ন:- বাস তো বোধহয় সাভার আটাশ। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:- বয়স সাতাশ আটাশের মতো হবে না কি ?
প্রশ্ন:- খুব ভালো বলেছেন। (বিস্ময়বোধক বাক্যে)
উত্তর:- আহা, কী ভালোই না বলেছেন।
প্রশ্ন:- খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াতে হবে। (অনুজ্ঞাসূচক বাক্যে)
উত্তর:- খুব ভোরবেলা উঠে অনেকটা দৌড়াবে।
প্রশ্ন:- আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে। (না-সূচক বাক্যে)
উত্তর:- আশ্বিন মাসেও আজ ঘাম না হয়ে যাচ্ছে না।
প্রশ্ন:- আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ঘটনাটা তত মিথ্যে নয়। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর:- আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ঘটনাটা কিছুটা হলেও সত্যি।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।