Class 8 বাংলা ব্যাকরণ Chapter 4 বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া Very Short Answer Type Questions

প্রশ্ন:- আমি লিখি। —বাক্যটিতে ক্রিয়াবিশেষণ যোগ করে লেখো ?

উত্তর:- আমি লিখি।’ বাক্যটিতে ক্রিয়াবিশেষণ যোগ করলে হবে—‘আমি তাড়াতাড়ি লিখি।’

প্রশ্ন:- ‘অব্যয়’ বলতে কী বোঝ ?

উত্তর:- লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। যেমন—আর, তো ইত্যাদি।

প্রশ্ন:- পদ কয়টি ভাগে ভাগ করা য়ায় ও কী কী ?

উত্তর:- বাংলা ভাষায় এই পদ পাঁচ রকমের—বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়।

প্রশ্ন:- ‘শব্দ’ কাকে বলে ?

উত্তর:- ভাষায় ব্যবহৃত এক বা একাধিক ধ্বনির অর্থযুক্ত সমষ্টি হল ‘শব্দ’।

প্রশ্ন:- কোন্ পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে থাকে ?

উত্তর:- বিশেষণ পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে থাকে।

প্রশ্ন:- “তারা গাইতে গাইতে এদিকেই আসছে”–বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করো ?

উত্তর:- উদ্ধৃত বাক্যটিতে ‘গাইতে গাইতে’ হল অসমাপিকা ক্রিয়া।

প্রশ্ন:- ‘সংযোজক অব্যয়’ কাকে বলে ?

উত্তর:- যে পদ একাধিক বাক্য বা পদের মধ্যে সংযোগ ঘটায় তাদের সংযোজক অব্যয় পদ বলে। যেমন—ও, এবং, আর ইত্যাদি।

প্রশ্ন:- ‘অপর’, ‘সকল’, ‘নিজ’ এগুলির মধ্যে কোনটি আত্মবাচক সর্বনাম ?

উত্তর:- আত্মবাচক সর্বনাম হল ‘নিজ’।

প্রশ্ন:- অব্যয়পদ কত প্রকার ও কী কী ?

উত্তর:- অব্যয়পদ প্রধানত তিনপ্রকার। সংযোজন অব্যয়, আবেগসূচক অব্যয় এবং আলংকারিক অব্যয়।

প্রশ্ন:- একটি বাক্যের মাধ্যমে বিশেষণের বিশেষণ-এর দৃষ্টান্ত প্রয়োগ করো ?

উত্তর:- বিশেষণের বিশেষণ-এর উদাহরণ হল— টুকটুকে লাল ফুল ফুটেছে।

প্রশ্ন:- নীচের দাগ দেওয়া বিশেষ্যগুলি কোনটি কোন্ ধরনের বিশেষ্য লেখো ?

উত্তর:-

দিল্লি হল ভারতের রাজধানী।:— “সংজ্ঞাবাচক বিশেষ্য।
মানুষ হল সর্বশ্রেষ্ঠ জীব।:— জাতিবাচক বিশেষ্য।
সততা মানুষের অন্যতম গুণ।:— গুণবাচক বিশেষ্য।
সোনা একটি মূল্যবান ধাতু।:— বসতুবাচক বিশেষ্য।

প্রশ্ন:- জোরে হাঁটো—কোন্ শ্রেণির বিশেষণ পদ ?

উত্তর:- ক্রিয়াবিশেষণ।

Leave a Comment