আমাদের প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী্রা,
নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় ৫ ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব (Class 8 Bengali Grammar Chapter 5 Byakaran Kriyar kal o kriyar bhab) থেকে কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো অনুশীলন করতে পারো।
প্রশ্ন:- ক্রিয়া কাল কাকে বলে ?
উত্তর:- যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকেই বলে ক্রিয়া। এই ক্রিয়া যে কালে বা যে সময়ে অনুষ্ঠিত হয়, তাকে বলে ক্রিয়ার কাল।
প্রশ্ন:- ক্রিয়া কাল কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী ?
উত্তর:- ক্রিয়া কালকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি।
▪ যেমন:— [১] বর্তমান কাল, [২] অতীত কাল, [৩] ভবিষ্যৎকাল।
প্রশ্ন:- বর্তমান কাল কাকে বলে ? উদাহরন দাও ।
উত্তর:- যে ক্রিয়া চিরকালই ঘটে বা এখনও ঘটছে বা ঘটে চলেছে তাকেই বলা হয় বর্তমান কাল।
▪ উদাহরন:— আমি লেখাপড়া করি। ছেলেরা ফুটবল খেলছে।
প্রশ্ন:- অতীত কাল কাকে বলে ? উদাহরন দাও ।
উত্তর:- যে ক্রিয়ার কাজ পূর্বেই শেষ হয়ে গেছে তার কালকে বলা হয় অতীত কাল।
▪ উদাহরন:— (১) মা মন্দিরে গিয়েছিলেন। (২) আমরা নানা জায়গায় ঘুরেছিলাম। (৩) বাবা রেলে চাকরি করতেন।
প্রশ্ন:- ভবিষ্যৎ কাল কাকে বলে ? উদাহরন দাও ।
উত্তর:- যে কাজ ভবিষ্যতে হবে তার কালকে ভবিষ্যৎ কাল বলা হয়।
▪ উদাহরন:— (১) অতনুরা নাটক করতে যাবে। (২) পরের ক্লাসে সঞ্জয়বাবু আসবেন।
প্রশ্ন:- ক্রিয়ার ভাব কাকে বলে ?
উত্তর:- বাক্যে ক্রিয়া সম্পন্ন হওয়ার পদ্ধতিকে ক্রিয়ার ভাব বলে।
প্রশ্ন:- কালকে আমরা প্রধানত যে ক-ভাগে ভাগ করতে পারি:— (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তর:- কালকে আমরা প্রধানত – (খ) তিন ভাগে ভাগ করতে পারি।
প্রশ্ন:- যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয়:— (ক) নিত্য বর্তমান (খ) ঘটমান বর্তমান (গ) পুরাঘটিত বর্তমান (ঘ) ঘটমান অতীত
উত্তর:- যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয়:— (খ) ঘটমান বর্তমান।
প্রশ্ন:- “আমি তো এসে গেছি।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল—(ক) অতীত কাল (খ) পুরাঘটিত অতীত (গ) পুরাঘটিত বর্তমান (ঘ) ঘটমান বর্তমান
উত্তর:- “আমি তো এসে গেছি।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল:— (গ) পুরাঘটিত বর্তমান।
প্রশ্ন:- “ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিদানে সম্মানিত করেন।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল—(ক) নিত্য বর্তমান ঘটমান বর্তমান (খ) পুরাঘটিত বর্তমান (গ) সাধারণ অতীত
উত্তর:- “ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিদানে সম্মানিত করেন।”—এই বাক্যের ক্রিয়ার কালটি হল:— (ক) নিত্য বর্তমান