Class 8 বাংলা ব্যাকরণ Chapter 5 ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব Short Answer Type Questions

প্রশ্ন:- “আমি যদি ক্যাপটেন হই, তাহলে চারজন স্ট্রাইকার নিয়ে খেলব।”—এটি ক্রিয়ার কোন্ ভাবের উদাহরণ ?:— (ক) নির্দেশক (খ) বর্তমান অনুজ্ঞা (গ) ভবিষ্যৎ অনুজ্ঞা (ঘ) আপেক্ষিক ভাব

উত্তর:- “আমি যদি ক্যাপটেন হই, তাহলে চারজন স্ট্রাইকার নিয়ে খেলব।”—এটি ক্রিয়ার:— (ঘ) আপেক্ষিক ভাবের উদাহরণ।

প্রশ্ন:- “আগামী তিনদিনের মধ্যে কাজটি দাও।” –এটি ক্রিয়ার কোন্ ভাবের উদাহরণ?:— (ক) নির্দেশক (খ) বর্তমান অনুজ্ঞা (গ) ভবিষ্যৎ অনুজ্ঞা (ঘ) আপেক্ষিক ভাব

উত্তর:- “আগামী তিনদিনের মধ্যে কাজটি দাও।”:— এটি ক্রিয়ার (গ) ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ।

প্রশ্ন:- “সত্য সেলুকাস! কী বিচিত্র এই দেশ!”—এই বাক্যটি সম্পর্কে নীচের কোন্ বক্তব্যটি ঠিক?:- (ক) এটি বর্তমান কাল ও বর্তমান অনুজ্ঞার উদাহরণ (খ) এটি বর্তমান কাল ও নির্দেশক ভাবের উদাহরণ (গ) এটি অতীত কাল ও অতীত অনুজ্ঞার উদাহরণ (ঘ) এটি অতীত কাল ও নির্দেশক ভাবের উদাহরণ

উত্তর:- “সত্য সেলুকাস! কী বিচিত্র এই দেশ!”:— এই বাক্যটি:— (খ) বর্তমান কাল ও নির্দেশক ভাবের উদাহরণ।

প্রশ্ন:- নীচের কোনটি মৌলিক কালের উদাহরণ?:— (ক) পুরাঘটিত (খ) নিত্যবৃত্ত নিত্যবৃত্ত অতীত (গ) পুরাসম্ভাব্য নিত্যবৃত্ত (ঘ) নিত্যবৃত্ত বর্তমান

উত্তর:- (খ) নিত্যবৃত্ত অতীত— হল মৌলিক কালের উদাহরণ।

প্রশ্ন:- ‘লাম’ বিভক্তিটি হল – (ক) সামান্য অতীত (খ) সামান্য বর্তমান (গ) পুরাঘটিত অতীত (ঘ) বর্তমান অনুজ্ঞা

উত্তর:- (ক) সামান্য অতীত

প্রশ্ন:- পুরাঘটিত ভবিষ্যতের অপর নাম :– (ক) ঘটমান ভবিষ্যৎ (খ) সাধারণ ভবিষ্যৎ (গ) সাধারণ অনুজ্ঞা (ঘ) সন্দিগ্ধ অতীত

উত্তর:- (ঘ) সন্দিগ্ধ অতীত

প্রশ্ন:- ক্রিয়ার কালকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?:— (ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি

উত্তর:- (খ) তিনটি

প্রশ্ন:- ক্রিয়ার কাল নির্ণয় করো: গাছেরা একপায়ে দাঁড়িয়ে থাকে:— (ক) সাধারণ বর্তমান (খ) ঘটমান বর্তমান (গ) বর্তমান অনুজ্ঞা (ঘ) পুরাঘটিত বর্তমান

উত্তর:- (ক) সাধারণ বর্তমান

প্রশ্ন:- বাক্যে ক্রিয়া সম্পন্ন হওয়ার রীতিকে বলা হয়:— (ক) নির্দেশক ভাব (খ) ক্রিয়ার কাল (গ) ক্রিয়ার ভাব (ঘ) অনুজ্ঞা ভাব

উত্তর:- (গ) ক্রিয়ার ভাব

প্রশ্ন:- ‘যতই বাধা থাক, তুমি কী এগোতে থাকবে না?’:—এই বাক্যের ক্রিয়ার কালটি হল—(ক) ঘটমান ভবিষ্যৎ (খ) পুরাঘটিত ভবিষ্যৎ (গ) সাধারণ ভবিষ্যৎ (ঘ) ভবিষ্যৎকালের অনুজ্ঞা

উত্তর:- (ক) ঘটমান ভবিষ্যৎ

প্রশ্ন:- ‘ছেলেরা স্কুলবাসে বাড়ি ফিরছে’:— ক্রিয়ার প্রকার হল:— (ক) ঘটমান (খ) পুরাঘটিত (গ) নিত্য বা সাধারণ (ঘ) নিত্যবৃত্ত

উত্তর:- (ক) ঘটমান

প্রশ্ন:- ‘সে আমাদের বাড়ি এসেছে’— এখানে ক্রিয়ার কাল হল:— (ক) পুরাঘটিত বর্তমান (খ) সাধারণ বর্তমান (গ) সাধারণ অতীত (ঘ) নিত্যবৃত্ত অতীত

উত্তর:- (ক) পুরাঘটিত বর্তমান

প্রশ্ন:- অনুজ্ঞা কয় প্রকার?:– (ক) তিন (খ) দুই (গ) চার (ঘ) পাঁচ

উত্তর:- (খ) দুই

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment