Class 8 বাংলা ব্যাকরণ Chapter 6 সমাস Very Short Answer Type Questions

প্রিয় ভবিষ্যতের নক্ষত্ররা,
‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় ৬ সমাস (Class 8 Bengali Grammar Chapter 6 Samas) – এই বিষয়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রশ্ন:- কোথাও বিরাট বটের স্নেহছায়া চারিদিকে ছড়িয়ে পড়েছে ?

উত্তর:- স্নেহছায়া — স্নেহমিশ্রিত ছায়া (কর্মধারয়), চারিদিকে — চার দিকের সমাহার (দ্বিগু)।

প্রশ্ন:- বনে ফলভোজন, সেইটেই তো আসল বনভোজন ?

উত্তর:- ফলভোজন — ফলকে ভোজন ( কর্ম তৎপুরুষ), বনভোজন — বনে ভোজন (অধিকরণ তৎপুরুষ।

প্রশ্ন:- একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল।

উত্তর:- লাল-নীল — লাল ও নীল (দ্বন্দ্ব)।

প্রশ্ন:- ক্যাবিনগুলো রাজকুমারদেরই উপযোগী।

উত্তর:- রাজকুমার — রাজার কুমার (সম্বন্ধ তৎপুরুষ)।

প্রশ্ন:- শ্বশুরালয় গয়া থেকে ফিরছি।

উত্তর:- শ্বশুরালয় — শ্বশুরের আলয় (সম্বন্ধ তৎপুরুষ)।

প্রশ্ন:- চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল।

উত্তর:- চণ্ডীমণ্ডপ — চণ্ডীর মণ্ডপ (সম্বন্ধ তৎপুরুষ), হিসাবপত্র – হিসাব ও পত্র (দ্বন্দ্ব)।

প্রশ্ন:- জীবনের মধুমাসের কুসুম-ছিঁড়ে-গাঁথা মালা।

উত্তর:- মধুমাসের — মধুর যে মাস (সাধারণ কর্মধারয়), কুসুম-ছিঁড়ে -গাঁথা—বাক্যাশ্রয়ী সমাস।

প্রশ্ন:- ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ।

উত্তর:- সুগন্ধ — সু গন্ধ যার (বহুব্রীহি)

প্রশ্ন:- গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র ৷

উত্তর:- ছায়ামাত্র—কেবল ছায়া (নিত্য) ৷

প্রশ্ন:- এবারে আবার ছেনু বেণু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা।

উত্তর:- অপ্রতিভনয় (অ) প্রতিভ (না-তৎপুরুষ)।

প্রশ্ন:- সাধারণত শনি আর রবিবার ও ছোটাছুটি করে টিকিট সংগ্রহ করত।

উত্তর:- ছোটাছুটি — ছুটে ছুটে যে কাজ (ব্যতিহার বহুব্রীহি)।

প্রশ্ন:- ভাষার কোন্ প্রক্রিয়াকে ব্যাকরণে ‘সমাস’ বলা হয় ?

উত্তর:- ভাষার অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একপদীকরণের প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলা হয় ৷

প্রশ্ন:- ‘সমাস’ শব্দটির সাধারণ অর্থ লেখো। ‘

উত্তর:- সমাস’ শব্দটির সাধারণ অর্থ হল সংক্ষিপ্ত করা ৷

প্রশ্ন:- ‘দ্বিগু’ শব্দের আক্ষরিক অর্থটি কী ?

উত্তর:- দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ—দ্বি (দুই) গো-র (গোরুর) বিনিময়ে কেনা ৷

প্রশ্ন:- সমাস নির্ণয় করো ‘গুরুশিষ্য’?

উত্তর:- গুরু ও শিষ্য (দ্বন্দ্ব সমাস)।

প্রশ্ন:- ‘মৃগশিশু’ পদটির ব্যাসবাক্য লেখো ?

উত্তর:- মৃগের শিশু।

প্রশ্ন:- পদ দুটিকে সমাসবদ্ধ করো: নয় আচার ।

উত্তর:- অনাচার।

প্রশ্ন:- ‘সমাস’ শব্দটির মধ্যে কোন্ ধাতুটি রয়েছে ?

উত্তর:- ‘সমাস’ শব্দটির মধ্যে ‘অস্’ ধাতু রয়েছে।

প্রশ্ন:- ‘রোগাক্রান্ত’—ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো ?

উত্তর:- রোগ দ্বারা আক্রান্ত = রোগাক্রান্ত (করণ তৎপুরুষ সমাস)

Leave a Comment