Class 8 বাংলা ব্যাকরণ Chapter 8 বাংলা প্রবাদ

আমাদের প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী্রা,
নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় ৮ বাংলা প্রবাদ (Class 8 Bengali Grammar Chapter 8 Bangla Probaad) থেকে কিছু  প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো অনুশীলন করতে পারো।

প্রশ্ন:- অতিলোভে তাঁতি নষ্ট।

উত্তর:- বেশি লোভ করে নিজের সর্বনাশ ডেকে আনা = রাতারাতি বড়োলোক হওয়ার আশায় চিটফান্ডে টাকা রেখে অনেকেরই অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে।

প্রশ্ন:- আঙুল ফুলে কলাগাছ।

উত্তর:- হঠাৎ বড়োলোক হওয়া = যুদ্ধের বাজারে দু-নম্বরি ব্যাবসা করে অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়েছে।

প্রশ্ন:- উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে।

উত্তর:- একের দোষ অন্যের ওপর = দোষ করল শ্রেয়া আর মার খেল দিয়া—একেই বলে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে।

প্রশ্ন:- গাঁয়ে মানে না আপনি মোড়ল।

উত্তর:- অন্যে না চাইলেও নিজেকে জাহির করা = পাড়াপ্রতিবেশী ঘোর বিরক্ত হলেও নিশিকান্তবাবু এলাকার সব ব্যাপারে নাক গলিয়ে চলেছেন—এ যেন গাঁয়ে মানে না আপনি মোড়ল।

প্রশ্ন:- ঘুঁটে পোড়ে গোবর হাসে।

উত্তর:- অন্যের বিপদে খুশি হওয়া = ছেলেকে নিয়ে নাজেহাল অজয়বাবুকে দেখে কমলবাবু হাসছেন, কিন্তু উনি বোঝেন না, ওঁর ছেলেও বড়ো হচ্ছে—একেই বলে ঘুঁটে পোড়ে গোবর হাসে।

প্রশ্ন:- চোখে সরষে ফুল দেখা।

উত্তর:- দিশেহারা হওয়া = প্রশ্নপত্রের মধ্যে একটাও জানা প্রশ্ন খুঁজে না পেয়ে চোখে সরষে ফুল দেখতে লাগলাম।

প্রশ্ন:- ধরি মাছ না ছুঁই পানি।

উত্তর:- দায়িত্ব না নিয়ে কার্যসিদ্ধি করা = ধরি মাছ না ছুঁই পানি স্বভাবের মানুষদের ওপর কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায় না।

প্রশ্ন:- বাঘে-গোরুতে এক ঘাটে জল খায়।

উত্তর:- ভয়ানক দাপট = প্রভাবশালী জমিদার নিশিকান্তবাবুর নামে আউশগ্রামে একসময় বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত।

প্রশ্ন:- অতি চালাকের গলায় দড়ি।

উত্তর:- চালাকি করে অন্যকে ঠকালে নিজেকেও বিপদগ্রস্ত হতে হয়। = অনাদিবাবু চালাকি করে সবার থেকেই ঘুস আদায় করলেও ঘুস চাইতে গিয়ে পুলিশ অফিসার সুরেশবাবুর হাতে ধরা পড়লেন—তাহলে অতি চালাকের গলায় দড়ি। কথাটা মিথ্যে নয়।

প্রশ্ন:- ইট মারলে পাটকেল খেতে হয়।

উত্তর:- অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। = আইনকানুনের তোয়াক্কা না করে ছেলেগুলো কালীপুজোর প্যান্ডেলে অবিরাম মাইক বাজাতে থাকলে পাড়ার লোকেরা রুখে দাঁড়াল—একেই বলে, ইট মারলে পাটকেল খেতে হয়।

প্রশ্ন:- এক ঢিলে দুই পাখি মারা।

উত্তর:- একবারের চেষ্টায় দুই স্বার্থসিদ্ধি = দিদির ছেলের বিয়েতে কলকাতা গিয়ে আমার এক ঢিলে দুই পাখি মারা হল; বিয়েও দেখলাম, আবার কলকাতাও ঘুরলাম।

প্রশ্ন:- খাল কেটে কুমির আনা।

উত্তর:- নিজের দোষে বিপদ ডেকে আনা = বিধবা অসহায় পিসিকে নিজের সংসারে স্থান দিয়ে রিমা খাল কেটে কুমির | এনেছে। ওঁর যা কুঁদুলে স্বভাব, সংসারে ভাঙন ধরিয়ে ছাড়বেন।

প্রশ্ন:- ছাই ফেলতে ভাঙা কুলো।

উত্তর:- অবহেলার অথচ কাজের পাত্র = আনন্দের দিনে মামার কথা মনে কর না ঠিকই, কিন্তু দরকারে অদরকারে ছাই ফেলতে ভাঙা কুলো এই মামাকেই কাজে লাগে।

প্রশ্ন:- ঝোপ বুঝে কোপ মারা।

উত্তর:- অবস্থার সুযোগ নেওয়া = প্রবল বৃষ্টিতে রাস্তায় জল হওয়ার জন্য রিকশাওলারাও ঝোপ বুঝে কোপ মারছেন, দশ টাকা ভাড়ার পথ যেতে তিরিশ টাকা চাইছেন।

প্রশ্ন:- ঠগ বাছতে গাঁ উজাড়।

উত্তর:- সিংহভাগই মন্দ = পৃথিবীতে স্বার্থপর মানুষের সংখ্যাই বেশি, নিঃস্বার্থ মানুষ চাইলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।

Leave a Comment