প্রশ্ন:- ডুবে ডুবে জল খাওয়া।
উত্তর:- চুপিচুপি কার্যসিদ্ধি করা = আজ বুঝতে পারলাম, আমার বাড়িতে বাস করে তুমি গোপনে শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছ, তা এই ডুবে ডুবে জল খাওয়া কত দিনের।
প্রশ্ন:- ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
উত্তর:- অভ্যাস পরিবর্তিত হয় না = নীতাদেবী মেয়ের বাড়ি বেড়াতে এসেও সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছেন, আসলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
প্রশ্ন:- পাকা ধানে মই দেওয়া।
উত্তর:- সুসম্পাদিত কাজ পণ্ড করা = তুমি দেখছি আমার সব কাজেই খুঁত ধরো, আমি তোমার কোন্ পাকা ধানে মই দিয়েছি।
প্রশ্ন:- ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া।
উত্তর:- সামান্য পরিশ্রমেই কাতর হয়ে পড়া = সকাল থেকে দু-পদ রান্না করেই তোমার দেখছি ঘাম ছুটে গেল, তুমি কি ফুলের ঘায়ে মূর্ছা যাও না কি।
প্রশ্ন:- বিষ নেই তার কুলোপানা চকর।
উত্তর:- ক্ষমতাহীন ব্যক্তির আস্ফালন = পাশের বাড়ির নীহার বৌ-ছেলে-মেয়েকে দু-বেলা খেতে দিতে পারে না, ওদিকে বৌ চাকরি করতে চাইলে বাবুর মানে লাগে বিষ নেই তার কুলোপানা চক্কর।
প্রশ্ন:- ভাঙবে তবু মচকাবে না।
উত্তর:- মনের জোরে সংকল্প রক্ষা = চোরটি পুলিশের মার খেয়েও নিজের সঙ্গীদের নাম বলল না, ভাঙবে তবু মচকাবে না।
প্রশ্ন:- মশা মারতে কামান দাগা।
উত্তর:- সামান্য কাজে বড়ো আয়োজন = ভাইয়ে ভাইয়ে ঝগড়া তো কতই হয়, তা বলে এ নিয়ে থানা-পুলিশ করাকে আমি মশা মারতে কামান দাগা বলেই মনে করি।
প্রশ্ন:- রাখে হরি মারে কে।
উত্তর:- ভাগ্য প্রসন্ন হলে কেউ মারতে হয়ে যায় পারে না = গুজরাটের এই ভয়াবহ ভূমিকম্পে প্রচুর লোক প্রাণ হারালেও দীপু যে প্রাণ নিয়ে ফিরেছে, তাতে মনে হচ্ছে রাখে হরি মারে কে ?
প্রশ্ন:- সাপের পাঁচ পা দেখা।
উত্তর:- যা ইচ্ছে তা-ই করা = বেশ কিছুদিন ধরে দেখছি, পড়াশোনায় তোমার তেমন মন নেই, যা ইচ্ছে তাই করে। বেড়াচ্ছ—সাপের পাঁচ পা দেখেছ না কি ?
প্রশ্ন:- হবুচন্দ্র রাজার গরুচন্দ্র মন্ত্রী।
উত্তর:- অকর্মণ্য ব্যক্তির একইরকম অযোগ্য দোসর = প্রধানশিক্ষক আর সহকারী প্রধানশিক্ষকের কাজকর্মে এই নামকরা স্কুলটির শিক্ষাগত মান খুব কমে গেছে—সাথে কি আর লোকে বলে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র ?
প্রশ্ন:- নুন আনতে পান্তা ফুরোয়। (দারিদ্র্যের অসহ অবস্থা)।
উত্তর:- রতনদের অভাব থাকলেও দু-বেলা দু-মুঠো খাবার জুটতো কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে।
প্রশ্ন:- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। (অধিক লোকের সমাগমে কার্য নষ্ট )।
উত্তর:- এবারের নববর্ষ উৎসব তেমন জমল না, অনেক বক্তা থাকার কারণে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হল।
প্রশ্ন:- গেঁয়ো যোগী ভিখ পায় না। (অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না)।
উত্তর:- বিমলবাবু ভালো গান গাইলেও পাড়ার রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে ডাক পান না, কারণ গেঁয়ো যোগী ভিখ পায় না।
প্রশ্ন:- রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। (প্রতাপশালীদের সংঘর্ষে সাধারণের জীবন ধ্বংস হয়)।
উত্তর:- রাজনৈতিক নেতারা ভাষণ দিতে ব্যস্ত আর মরছে সাধারণ কর্মী সমর্থকরা, সর্বত্রই রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।
প্রশ্ন:- দুষ্ট গোরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। (খল ব্যক্তির বন্ধুত্বের থেকে বন্ধুহীন থাকা শ্রেয়)।
উত্তর:- পুরানো কাজের লোকটার দিন দিন চুরি করার প্রবণতা বেড়ে যাচ্ছিল, তাই সে চলে যাওয়ার পর অসীমার মনে হল দুষ্ট গোরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
প্রশ্ন:- পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে। (পতনের পূর্বে মাত্রাধিক সক্রিয়তা)।
উত্তর:- অহংকার আর উচ্ছ্বাসের বাড়াবাড়িতে অতিষ্ঠ করে শেষে যখন স্বপনরা ফুটবল ম্যাচটা হেরে গেল তখন লোকের কথাই সত্যি হল— পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে।
প্রশ্ন:- কাজের মধ্যে দুই খাই আর শুই। (আলস্যময় জীবনচর্চার প্রতি ব্যঙ্গ)।
উত্তর:- নিবারণবাবুর মেজো ছেলেটি বাবার টাকার ভরসাতেই জীবন কাটাচ্ছে, তার কাজের মধ্যে দুই খাই আর শুই।
প্রশ্ন:- মারি তো গন্ডার, লুটি তো ভাঙার। (বড়ো কর্মকাণ্ডের পরিকল্পনা করা)।
উত্তর:- পাড়ার দুর্গোৎসবের মিটিংয়ে এ বছরের খরচের পরিকল্পনা শুনে মনে হচ্ছে উদ্যোক্তাদের মনোভাব যেন মারি তো গণ্ডার, লুটি তো ভাঙার।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।