Class 8 বাংলা ব্যাকরণ Chapter 9 এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর:-

প্রশ্ন:- ‘গলা’ শব্দটি দেহের অঙ্গ হিসেবে একটি বাক্য লেখো।

উত্তর:- তার গলায় একটা তিল আছে।

প্রশ্ন:- ‘পড়া’ শব্দটি পাঠ করা অর্থে একটি বাক্য লেখো।

উত্তর:- তার ‘নৌকাডুবি’ উপন্যাসটি পড়া হয়ে গেছে।

প্রশ্ন:- ‘কান’ শব্দটি মনোযোগ অর্থে একটি বাক্য লেখো।

উত্তর:- আলোচনাটা কান দিয়ে শোনো।

প্রশ্ন:- ‘হাত’ শব্দটি দেহের অঙ্গ অর্থে একটি বাক্য লেখো।

উত্তর:- আমরা হাত দিয়ে লিখি।

প্রশ্ন:- ‘কালো’ শব্দটি রং অর্থে একটি বাক্য লেখো।

উত্তর:- মেঘে মেঘে আকাশ কালো করে এসেছে।

প্রশ্ন:- ‘যাত্রা’ শব্দটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো।

উত্তর:- [১] আমরা কাল রাতে যাত্রা শুনতে গিয়েছিলাম। (পালা)
[২] সে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করল। (গমন)

প্রশ্ন:- ‘কাঁচা’ শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে চারটি বাক্য রচনা করো।

উত্তর:- [১] গল্পটি কাঁচা হাতের লেখা। (অপটু)
[২] গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়। (মাটির তৈরি)
[৩] ফলগুলো এখনও কাঁচা। (অপক্ব)
[৪] কাঁচা বয়সে ভুলভ্রান্তি হয়েই থাকে। (কম)

প্রশ্ন:- ‘চোখ’ শব্দটিকে ভিন্ন ভিন্ন দুটি অর্থে প্রয়োগ করে বাক্য রচনা করো ।

উত্তর:- [১] ছেলেটিকে চোখে চোখে রেখো। (নজর রাখা)
[২] আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই। (রাগ দেখানো)

প্রশ্ন:- ‘পাকা’ শব্দটিকে দুটি ভিন্ন অর্থে ব্যবহার দেখিয়ে দুটি ভিন্ন বাক্য রচনা করো।

উত্তর:- [১] পাকা আমগুলি বেশি মিষ্টি। (পঞ্চ)
[২] বেশি পাকামি কোরো না। (মাতব্বরি)

প্রশ্ন:- ‘কাটা’ শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার দেখিয়ে বাক্য রচনা করো।

উত্তর:- [১] এরকম লিখলে পরীক্ষায় নম্বর কাটা যাবে। (কমিয়ে দেওয়া)
[২] দুর্ঘটনায় তার পা কাটা পড়ল। (বাদ যাওয়া)
[৩] কাটা দুধে পায়েস হবে না। (নষ্ট)
[৪] কথা কাটাকাটি করে লাভ নেই। (তর্ক-বিতর্ক)

প্রশ্ন:- ‘হাত’ শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে চারটি বাক্য রচনা করো।

উত্তর:- [১] তোমার ভবিষ্যৎ তোমারই হাতে। (আয়ত্তে)
[২] তার হাত ভেঙে গেছে। (দেহের অঙ্গ)
[৩] এই চুরির পিছনে পিন্টুর হাত আছে। (মদত)
[৪] কারও কাছে হাত পেতো না। (ভিক্ষা করা)

প্রশ্ন:- ‘মাথা’ যে-কোনো একটি শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার দেখিয়ে বাক্য রচনা করো।

উত্তর:- [১] মেয়েটির অঙ্কে মাথা আছে। (মেধা)
[২] দেশের মাথারা সিদ্ধান্ত নেবেন। (প্রধান)
[৩] অন্যায়ের কাছে মাথা নোয়াবে না। (অধীনতা স্বীকার করা)
[৪] মাথা উঁচু করে বাঁচতে শেখো। (সসম্মানে)

প্রশ্ন:- ‘বসা’ শব্দটির পাঁচটি অর্থ লিখে তা বাক্যে প্রয়োগ করো।

উত্তর:- [১] হাট বসেছে শুক্রবারে। (স্থাপিত হওয়া)
[২] এসেছ যখন বসে পড়ো। (উপবেশন করা)
[৩] এভাবে বসে থেকে দিন চলবে না। (নিষ্কর্মা হওয়া)
[৪] দেশভাগের পর তারা এদেশে এসে বসেছিল। (থিতু হওয়া)
[৫] তোমার গলাটা বসা লাগছে। (অবরুদ্ধ)

প্রশ্ন:- ‘বুক’ শব্দের তিনটি আলাদা আলাদা অর্থ লিখে বাক্য রচনা করো।

উত্তর:- [১] বুকে ঠান্ডা বসেছে। (ফুসফুস)
[২] বুকে আয় বাবা। (আলিঙ্গন)
[৩] বুক ভরা ভালোবাসা রইল। (হৃদয়)

প্রশ্ন:- সরল অর্থে ‘সাদা’ শব্দটি দিয়ে একটি বাক্য লেখো।

উত্তর:- তার মনটা খুব সাদা।

প্রশ্ন:- অসাধু অর্থে ‘কালো’ শব্দটি দিয়ে একটি বাক্য লেখো।

উত্তর:- কালো টাকার কারবার করে লোকটা হঠাৎ বড়োলোক হয়ে গেছে।

প্রশ্ন:- তরল অর্থে ‘গলা’ শব্দটি দিয়ে একটি বাক্য লেখো।

উত্তর:- শিশুদের গলা ভাত খেতে সুবিধা হয়।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

এই পোস্টে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমাদের অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।

Leave a Comment