Current Affairs Quiz August 2023 [Set-2]

WB Institute সাপ্তাহিক তথ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করে। এটি আপনাকে বর্তমান ঘটনাগুলির উপর নজর রাখতে সাহায্য করবে এবং IBPS ব্যাঙ্কিং, ব্যাঙ্ক ক্লারিক্যাল, Railways, SSC-CGL, UPSC, PO, এবং 2023 সালের অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন-উত্তর  আপনাদের উপযোগী হতে পারে।

1)আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হয়, এ বছরের থিম কী?

১২ই মে; এবছরের থিম হলো- “Our Nurses. Our Future.”

2)কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

 রথেন্দ্র রামন

3) International Cricket Council (ICC)-এর গ্লোবাল স্পন্সর কী?

Mastercard

4)Larsen & Toubro (L&T) কোম্পানির চেয়ারম্যা ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

 এস.এন. সুব্রমনিয়ান

5)ভারতরত্ন ড. আম্বেদকর অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে?

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

6)“The Indian Metropolis: Deconstructing India’s Urban Spaces” শিরোনামে বই লিখলেন কে?

ফিরোজ বরুণ গান্ধী।

7)ভারতের প্রথম রাজ্য হিসাবে State Robotics Framework লঞ্চ করলো কোন রাজ্য?

 তেলেঙ্গানা

৪)ভারতের প্রথম রাজ্য হিসাবে ‘Right To Walk’ বাস্তবায়ন করছে কোন রাজ্য?

পাঞ্জাব

9)“Poshan Bhi Padhai Bhi” ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

স্মৃতি ইরানি

10)Gucci কোম্পানির প্রথম ভারতীয় গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

আলিয়া ভাট 

Leave a Comment