Current Affairs Quiz August 2023 [Set-3]

WB Institute সাপ্তাহিক তথ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করে। এটি আপনাকে বর্তমান ঘটনাগুলির উপর নজর রাখতে সাহায্য করবে এবং IBPS ব্যাঙ্কিং, ব্যাঙ্ক ক্লারিক্যাল, Railways, SSC-CGL, UPSC, PO, এবং 2023 সালের অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন-উত্তর  আপনাদের উপযোগী হতে পারে।

1)Twitter কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে?

 Linda Yaccarino

2)ভারতীয় ফুটবলার পি.কে. ব্যানার্জির জন্মদিনকে কোন দিন হিসাবে পালন করা হবে

‘AIFF Grassroots Day’ হিসাবে পালন করা হবে

3)সাগর শ্রেষ্ট সম্মান ২০২৩ পেল কে?

 কোচিন পোর্ট

4)IPL-এর ইতিহাসে মাত্র ১৩টি বলে দ্রুততম ৫০রান করলেন কে?

রাজস্থান রয়ালসের জশস্বী জয়শাল

5)UNESCO World Heritage-এর সম্ভাব্য তালিকায় স্থান পেল 

শান্তিনিকেতন‌ 

6)প্রথম Govind Swarup Lifetime Achievement Award পেলেন কে? 

জ্যোতির্বিজ্ঞানী জয়ন্ত নারালিকার

7)বিশ্বব্যাপী Health Emergency তালিকা থেকে mPox রোগকে বাদ‌ দিল কোন সংস্থা?

 WHO

8) All India Radio-এর পার্মানেন্ট নাম কি রাখা হলো ?

“আকাশবাণী”

9)৩ জন মানুষের DNA ব্যবহার করে প্রথম শিশুর জন্ম কোথায় হলো ?

যুক্তরাজ্যে (UK)

10)Basketball World Cup 2027 হোস্ট করবে কোন দেশ?

কাতার

Leave a Comment