Current Affairs Quiz August 2023 [Set-4]

21)আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কী?

১৮ই মে; এবছরের থিম হলো-“Museums, Sustainability and Well-being”

22)Paytm কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন কে?

ভবেশ গুপ্ত

23)হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাক ও ব্লক করতে Sanchar Saathi Portal কে লঞ্চ করলেন ?

অশ্বিনী বৈষ্ণব

24)বাংলাদেশের সাথে “50 Start-ups Exchange Programme” লঞ্চ‌ করলো কোন দেশ?

ভারত

25)সবথেকে বেশি GI Tag প্রাপ্ত পণ্য থাকা রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থান পেল কোন রাজ্য, এবং প্রথম স্থানে কোন‌ রাজ্য?

উত্তর প্রদেশ, প্রথম স্থানে তামিলনাড়ু

26)আসামে Exercise Jal Rahat অনুষ্ঠিত করলো কারা?

ইন্ডিয়ান আর্মি

27)MGNREGA শ্রমিকদে জন্য ওয়েলফেয়ার ফান্ড লঞ্চ করা ভারতের প্রথম কোন রাজ্য?

কেরালা

28)IIT-Madras AI Research Centre-এ ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করলো কোন কম্পানি? Google

29)13th India Sub Junior Women National Championship‌ জিতলো কোন‌ রাজ্য?

হরিয়ানা

30)”My Life in Design” শিরোনামে বই লিখলেন কে?

গৌরী খান

Leave a Comment