Current Affairs Quiz August 2023 [Set-5]

WB Institute সাপ্তাহিক তথ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করে। এটি আপনাকে বর্তমান ঘটনাগুলির উপর নজর রাখতে সাহায্য করবে এবং IBPS ব্যাঙ্কিং, ব্যাঙ্ক ক্লারিক্যাল, Railways, SSC-CGL, UPSC, PO, এবং 2023 সালের অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন-উত্তর  আপনাদের উপযোগী হতে পারে।

1)বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় প্রতি বছরের কোন দিনে ?

২৯শে এপ্রিল

2)বিশ্বের প্রথম ‘Nano DAP’ তৈরি করলো কোন কম্পানি?

ভারতের IFFCO কোম্পানি

3)সম্প্রতি ৭৪ বছর বয়সে কে মারা গেলেন?

পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত বক্সার কৌর সিং

4)সম্প্রতি নবরত্ন তকমা কে পেল?

 Rail Vikas Nigam Limited

5)ভারতে প্রথম কলা গাছ থেকে তৈরি উদ্ভিজ্জ চামড়া দিয়ে হ্যান্ড ব্যাগ তৈরি করলো কোন কম্পানি?

Rashki কোম্পানি

6)আমেরিকার Immigrant Achievement Award 2023 পাচ্ছেন কে?

ভারতীয় বংশোদ্ভূত Neeli Bendapudi

7)City Union Bank-এর MD এবং CEO পদে পুনরায় কে নিযুক্ত হলেন?

কামাকরি‌ এন.

8)KBM Spices-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কেনিযুক্ত হলেন? 

পরিনীতি চোপড়া

9)প্রথম ভারতীয় হিসাবে British F4 Championship-এ মেডেল জিতলেন কে?

Jaden Pariat

10)সম্প্ৰতি Air Ambulance পরিষেবা লঞ্চ কে করলো?

ঝাড়খণ্ড

Leave a Comment