Current Affairs Quiz August 2023 [Set-6]

31)World Press Freedom Day পালন করা হয় এবছরের থিম কী?

৩রা মে; এবছরের থিম হলো-“Shaping a Future of Rights: Freedom of expression as a driver for all other human rights”

32)২০২৩ এপ্রিল মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত?

১.৮৭ লক্ষ কোটি টাকা

33)সম্প্রতি অবসর ঘোষণাকারী Kasumi Ishikawa কোথাকার টেনিস খেলোয়াড়?

জাপানের টেনিস খেলোয়াড়

34)Science 20 Engagement Group meeting‌ শুরু হলো কোথায়?

লাক্ষাদ্বীপে

35)Badminton Asia Championships-এ জিতলেন ভারতের সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি কোথাকার শীর্ষ স্থানে রয়েছে?

লাক্ষাদ্বীপে ডাবলস টাইটেল‌ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে

36)সবচেয়ে বেশি বাজার ঋণ নেওয়া রাজ্যের তালিকা শীর্ষস্থানে কে রয়েছে?

তামিলনাড়ু 

37)CSIR-Central Electrochemical Research Institute-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

কে. রমেশ

38)“Mera Jeevan Lakshya Uttarakhandyath” শিরোনামে বই কে লিখলেন?

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত

39)সম্প্রতি World Snooker Championship কে জিতলেন? 

বেলজিয়ামের Luca Brecel

40)2023 World Press Freedom Index-এ ভারতের স্থান ১৬১, এবং প্রথম স্থানে কে রয়েছে?

প্রথমস্থানে রয়েছে নরওয়ে

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment