Current Affairs Quiz August 2023 [Set-7]

WB Institute সাপ্তাহিক তথ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করে। এটি আপনাকে বর্তমান ঘটনাগুলির উপর নজর রাখতে সাহায্য করবে এবং IBPS ব্যাঙ্কিং, ব্যাঙ্ক ক্লারিক্যাল, Railways, SSC-CGL, UPSC, PO, এবং 2023 সালের অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন-উত্তর  আপনাদের উপযোগী হতে পারে।

1)Third In-Person Quad Summit হোস্ট করবে কোন‌ দেশ?

অস্ট্রেলিয়া

2)Cycling Federation of India (CFI)-এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?

 পঙ্কজ সিং

3)1959 Ramon Magsaysay Award পেলেন কে?

আধ্যাত্মিক গুরু দালাই লামা

4)বেঙ্গালুরুকে ২-১ গোলে পরাজিত করে Hero Super Cup 2023 জিতলো কে?

ওড়িশা

5)Smoke and Ashes’ শিরোনামে বই লিখল কে?

অমিতাভ ঘোষ

6)Association of Asset Reconstruction Companies (ARCs) -এর CEO পদে নিযুক্ত হলেন কে?

 হরি হরা মিশ্র

7)২০২২ সালের World’s Largest Military Spending তালিকায় ভারতের স্থান কত, প্রথম রয়েছে কে?

চতুর্থ, প্রথম রয়েছে আমেরিকা

8)’Latin wome of the year’ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে?

কলম্বিয়ান সঙ্গীত শিল্পী শাকিরা

9)দিওয়ালীকে অফিসিয়াল ছুটি হিসাবে ঘোষণা করলো আমেরিকান কোন রাজ্য?

পেনসিলভেনিয়া

10)ভারতের সাথে ‘Ajeya Warrior 2023’ নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো কোন রাজার?

যুক্তরাজ্য (UK)

Leave a Comment