Current Affairs Quiz August 2023 [Set-7]

31)বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয় ,এবছরের থিম কী?

৮ই মে; এবছরের থিম হলো ‘Be aware. Share. Care’

32)চন্ডিগড়ে Indian Air Force Heritage Centre-এর উদ্বোধন করলেন কে?

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

33)ভারত ও বাংলাদেশের মধ্যে দশম ল্যান্ডপোর্ট উদ্বোধন করা হলো কোথায়?

মেঘালয়ে

34)বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে বিহারকে ৪০০০ কোটি টাকা জরিমানা করলো কে? ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল

35)অরুণাচল প্রদেশে ‘Buland Bhar Abhyas’ অনুষ্ঠিত করলো কারা?

ইন্ডিয়ান আর্মি

36)বঙ্গোপাগরে তৈরি হওয়া “মোচা”-র নামকরণ করেছে কে?

 ইয়েমেন

37)24th National Youth Parliament Competition-এ প্রথম পুরস্কার জিতলো পশ্চিমবঙ্গের কোন বিদ্যালয়? 

জওহর নবোদয় বিদ্যালয়

3৪)সম্প্রতি ভারতে টেলিকম লাইসেন্স পেল কোন কম্পানি?

 Zoom কোম্পানি

39)ইন্ডিয়ান আর্মির আধুনিকীকরণের জন্য কী লঞ্চ করা হলো?

“প্রোজেক্ট সঞ্জয়”

40)Marico কোম্পানির MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন কে?

সৌগত গুপ্ত

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment