সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2)
প্রশ্ন:- ‘দাদন’ প্রথা নীলচাষিদের কীভাবে ক্ষতি করেছিল ?
উত্তর:- ‘দাদন’ কথার অর্থ হল অগ্রিম অর্থ প্রদান । ভারতে নীলচাষের সঙ্গে ‘দাদন’ প্রথা যুক্ত ছিল এবং নীলকররা ছলে – বলে – কৌশলে কৃষকদের অগ্রিম প্রদান করে কৃষকদের উৎপাদিত নীল কুঠিতে জমা দিতে বাধ্য করত । নীলকররা ১১ বিঘে জমিকে ৭ বিঘে ধরে নিয়ে কৃষকদের উৎপাদিত নীলের দাম দিত অর্থাৎ ১১ বিঘা জমিতে নীল আবাদ করে কৃষকরা ৭ বিঘের দাম পেত । এককথায় ‘দাদন’ নিয়ে কৃষকরা নীলকরদের দাসে পরিণত হয়েছিল ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।