Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-1]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-1] -এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ?

উত্তর:- ৮ই মার্চ; এবছরের থিম হলো “Gender equality today for a sustainable tomorrow”

প্রশ্ন:- Per Capita Net State 2022-এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?

উত্তর:- তেলেঙ্গানা

প্রশ্ন:- ৬টি ওয়ার্ল্ড কাপ খেলা প্রথম মহিলা ক্রিকেটার হলেন কে ?

উত্তর:- ভারতের মিথালি রাজ

প্রশ্ন:- “The Queen of Indian Pop: The Authorised Biography of Usha Uthup” শিরোনামে জীবনী গ্রন্থটির লেখক কে ?

উত্তর:- সৃষ্টি ঝা

প্রশ্ন:- ভারতের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ পরিচালিত গ্রাম কোনটি ?

উত্তর:- গুজরাটের দুধালা গ্রাম

প্রশ্ন:- Pandit Hariprasad Chaurasia Lifetime Achievement Award জিতেছিলেন কে ?

উত্তর:- প্রখ্যাত সরোদ বাদক উস্তাদ আমজাদ আলী খাঁ

প্রশ্ন:- সম্প্রতি State Bank of India-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন ?

উত্তর:- নীতিন চাঘ

প্রশ্ন:- সম্প্ৰতি Amma and Bahini Scheme লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

উত্তর:- সিকিম রাজ্য সরকার

প্রশ্ন:- সম্প্রতি ৭৪ বছর বয়সে মারা অস্ট্রেলিয়ান কোন উইকেট কিপার ?

উত্তর:- Rod Marsh

প্রশ্ন:- বিশাখাপত্তনমে SLINEX নামে নৌসেনা মহড়ার নবম সংস্করণ অনুষ্ঠিত করছে কোন দেশে ?

উত্তর:- ভারত ও শ্রীলঙ্কা

প্রশ্ন:- মহারাষ্ট্রের পুনেতে ৯.৫ ফুট লম্বা ছত্রপতি শিবাজী মহারাজের স্ট্যাচু উন্মোচন করেছিলেন কে ?

উত্তর:- নরেন্দ্র মোদী

প্রশ্ন:- Financial Action Task Force (FATF)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত কে হলেন ?

উত্তর:- সিঙ্গাপুরের T Raja Kumar

প্রশ্ন:- সম্প্রতি ভারতের ২৩তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছিল ?

উত্তর:- অন্ধ্রপ্রদেশের ১৯ বছর বয়সী প্রিয়াঙ্কা নুটাক্কি

প্রশ্ন:- হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার তৈরি কোন কোম্পানি ?

উত্তর:- Microsoft কোম্পানি

প্রশ্ন:- Climate Force Antartica Expedition-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে জাতীয় স্তরের মহিলা শ্যুটার কে ছিলেন ?

উত্তর:- আরুশী বৰ্মা

প্রশ্ন:- Lupin Limited কোম্পানির মেরি কম অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল ?

উত্তর:- বক্সার

প্রশ্ন:- স্কুলছুট ছাত্রীদের স্কুলে ফেরাতে ‘কন্যা শিক্ষা প্রবেশ উৎসব’ চালু করলো কোন সরকার ?

উত্তর:- কেন্দ্ৰ সরকার

প্রশ্ন:- মহিলা উদ্যোক্তাদের জন্য Matrushakti Udaymita Scheme লঞ্চ করেছিল কোন সরকার ?

উত্তর:- হরিয়ানা সরকার

প্রশ্ন:- The Blue Book’ শিরোনামে বইটির লেখক কে ?

উত্তর:- অমিতাভ কুমার

প্রশ্ন:- টেস্ট ক্রিকেটে কপিল দেবের ৪৩৪টি উইকেট নেওয়ার রেকর্ডটিকে ভেঙ্গে দিলেন কোন ক্রিকেটার ?

উত্তর:- রবিচন্দ্রন অশ্বিন

প্রশ্ন:- 2022 FIFA World Cup-এর অফিসিয়াল ম্যাচ বলের নাম হলো ‘আল রিহলা’; এই আরবী শব্দটির বাংলা অর্থ ‘সফর’; বলটি বানিয়েছেন কোন জার্মান কোম্পানি ?

উত্তর:- Adidas

প্রশ্ন:- BBC Indian Sportswoman of the Year award 2021′ জিতেছিলেন কোন ভারতীয় ?

উত্তর:- ভারোত্তলক মীরাবাই চানু

প্রশ্ন:- Duff & Phelps Celebrity Brand Valuation Report 2021 অনুযায়ী, Most Valued Celebrity তালিকায় প্রথমস্থানে কে রয়েছে ?

উত্তর:- বিরাট কোহলি

প্রশ্ন:- দিল্লিতে সমস্ত প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে কী নামে মিউজিয়াম তৈরী করা হয়েছে ?

উত্তর:- “প্রধানমন্ত্রী সংগ্রহালয়”

প্রশ্ন:- Forest Research Institute (FRI)এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- হলেনড. রেনু সিং

Leave a Comment