প্রশ্ন:- ৩৬ বছরের ইতিহাসে প্রথমবার Qatar 2022 Football World Cup-এ কোয়ালিফাই করলো কোন ?
উত্তর:- কানাডা
প্রশ্ন:- HURUN Global U40 Self-Made Billionaires 2022 তালিকায় ভারতের স্থান কত ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে কোন দেশ রয়েছে ?
উত্তর:- ভারতের স্থান চতুর্থ এবং প্রথমস্থানে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে যুক্তরাজ্য
প্রশ্ন:- National Para Swimming Championship 2022 জিতলো কে ?
উত্তর:- মহারাষ্ট্র
প্রশ্ন:- National Water Awards 2022-এ জল সংরক্ষণের ক্ষেত্রে Best State Award জিতলো কোন রাজ্য ?
উত্তর:- উত্তরপ্রদেশ
প্রশ্ন:- সম্প্রতি দুবাইয়ে Indian Jewellery Exposition Centre-এর উদ্বোধন কে করেছিলেন ?
উত্তর:- পীযুষ গোয়েল
প্রশ্ন:- আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় ?
উত্তর:- প্রতি বছর ১লা মে
প্রশ্ন:- ভারতের প্রথম রাজ্য হিসাবে Migration Tracking System app ডেভেলপ করলো কোন রাজ্য ?
উত্তর:- মহারাষ্ট্র
প্রশ্ন:- তুষার চিতার সংরক্ষণের জন্য Whitley Gold Award কে পেয়েছিলেন?
উত্তর:- চারুদত্ত মিশ্র
প্রশ্ন:- জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য ভারতের প্রথম জিন ব্যাঙ্ক প্রোগ্রাম অনুমোদন করলো কোন রাজ্য ?
উত্তর:- মহারাষ্ট্র
প্রশ্ন:- Crypto Gain in 2021 তালিকায় ভারতের স্থান কত এবং প্রথম স্থানে কোন দেশ রয়েছে ?
উত্তর:- ভারতের স্থান ২১ এবং প্রথম স্থানে রয়েছে আমেরিকা
প্রশ্ন:- Air Asia এয়ার লাইন কোন কোম্পানির Air India-কে মার্জ করতে চলেছে ?
উত্তর:- টাটা গ্রুপ
প্রশ্ন:- আর্মি স্টাফের নতুন ভাইস চিফ হিসাবে কে নিযুক্ত হয়েছিল ?
উত্তর:- বাগগাভাল্লি সোমশেখর রাজু
প্রশ্ন:- ৯০ দিন ব্যাপী ‘Azadi to Antyodaya Tak’ শিরোনামে ক্যাম্পেইন লঞ্চ করলেন কেন্দ্রীয় কোন মন্ত্রী ?
উত্তর:- গিরিরাজ সিং
প্রশ্ন:- “শুধু একজন নাইটওয়াচম্যান নয়: বিসিসিআইতে আমার ইনিংস” শিরোনামে বইটির লেখক কে ?
উত্তর:- বিনোদ রাই
প্রশ্ন:- AAHAR-2022 নামে এশিয়ার সবথেকে বড়ো আন্তর্জাতিক খাদ্য মেল অনুষ্ঠিত হলো কোথায় ?
উত্তর:- নিউ দিল্লির প্রগতি ময়দানে
প্রশ্ন:- সাম্প্রতিক ঘূর্ণিঝড় “অশনি”-র নামকরণ করেছে কোন দেশ সিংহলী ভাষায় এর অর্থ কী ?
উত্তর:- শ্রীলঙ্কা এবং সিংহলী ভাষায় এর অর্থ “ক্রোধ”
প্রশ্ন:- সম্প্ৰতি কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য প্রথম বাংলা আকাদেমি পুরস্কার কে পেয়েছিলেন ?
উত্তর:- মমতা ব্যানার্জি
প্রশ্ন:- উইকেট কিপার ঋদ্ধিমান সাহাকে ভয় দেখানোর জন্য সাংবাদিক বরিয়া মজুমদারকে BCCI কত বছরের জন্য ব্যান করলো ?
উত্তর:- ২ বছরের জন্য
প্রশ্ন:- জীবনশৈলী সংক্রান্ত রোগ গুলির পরীক্ষা ও নিয়ন্ত্রণ করতে ‘Shaili App´ লঞ্চ করলো কোন রাজ্য ?
উত্তর:- কেরালা
প্রশ্ন:- Hindustan Petroleum Corporation Ltd (HPCL)-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত কে হয়েছিলেন ?
উত্তর:- পুষ্প কুমার যোশী
প্রশ্ন:- Sunway Formentera Open Chess Tournament ভারতের কে জিতলো ?
উত্তর:- গ্র্যান্ড মাস্টার ডি. গুকেশ
প্রশ্ন:- নেপালের কামী রিটা গড়লেন রপা কত বার মাউন্ট এভারেস্ট জয় করে নতুন রেকর্ড করেন ?
উত্তর:- ২৬ বার
প্রশ্ন:- সম্প্ৰতি ৮৩ বছর বয়সে মারা গিয়েছিলেন কে ?
উত্তর:- বাচিক শিল্পী পার্থ ঘোষ
প্রশ্ন:- সংস্কৃত ভাষার প্রচারের জন্য উৎকর্ষ মহোৎসব ২০২২-এর আয়োজন করলো কোন ইউনিভার্সিটি ?
উত্তর:- সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি
প্রশ্ন:- সম্প্রতি প্রতিটি গ্রামে বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট সংযোগ দেওয়ার ঘোষণা করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
উত্তর:- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
এই পোস্টে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমাদের অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।