Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-10]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-10]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- Environmental Performance Index 2022-এ কোন দেশ কোন কোন স্থান আছে ?

উত্তর:- ভারতের স্থান ১৮০; প্রথম স্থানে ডেনমার্ক, দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য এবং তৃতীয় স্থানে ফিনল্যান্ড

প্রশ্ন:- মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত “Ex Khaan Quest 2022” নামে বহুজাতিক অনুশীলনে অংশ কে ?

উত্তর:- নিল ইন্ডিয়ান আর্মি

প্রশ্ন:- কাজাখস্তানে অনুষ্ঠিত Bolat Turlykhanov Cup-এ ভারতের মেডেল গুলি কি কি?

উত্তর:- ভারত মোট ১২টি মেডেল জিতলো, যার মধ্যে ৬টি সোনা, ১টি রূপো এবং ৫টি ব্রোঞ্জ

প্রশ্ন:- State Bank of India-র নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- অলোক কুমার চৌধুরী

প্রশ্ন:- International Aluminium Institute(IAI)-এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- সতীশ পাই

প্রশ্ন:- সম্প্রতি উড়িষ্যার ড. আব্দুল কালাম দ্বীপে Agni-4 নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ার্স অর্জন করলো কে ?

উত্তর:- বিরাট কোহলি

প্রশ্ন:- সম্প্রতি “Beach Vigil App” লঞ্চ করলো কোন সরকার ?

উত্তর:- গোয়া সরকার

প্রশ্ন:- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কে ?

উত্তর:- ভারতীয় মহিলা ক্রিকেটার মিথালি রাজ

প্রশ্ন:- ১৩ বছর বয়সে কনিষ্ঠতম কাবাডি খেলোয়াড় হিসাবে Khelo India Youth Games 2021-এ অংশ নিল কে ?

উত্তর:- ঝাড়খন্ডের ইতু

প্রশ্ন:- সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট ১% থেকে বাড়িয়ে করলো কত শতাংশ?

উত্তর:- ৪.৯০%

প্রশ্ন:- 4th Food Safety Index-এ রাজ্য গুলির স্থান কোথায় কোথায় ?

উত্তর:- বৃহৎ রাজ্য বিভাগের শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু ,ক্ষুদ্র রাজ্য বিভাগের শীর্ষস্থানে রয়েছে গোয়া।

প্রশ্ন:- সম্প্রতি মহাকাশে Shenzhou-14 নামে রকেট লঞ্চ করলো কোন দেশ?

উত্তর:- চীন

প্রশ্ন:- “Me and My Mohini Attam” শিরোনামে আত্মজীবনী ও জীবনী গ্রন্থ লিখলেন কে ?

উত্তর:- নৃত্যশিল্পী কনক রেলে

প্রশ্ন:- ক্লাইমেট অ্যাকশনের উপর সহযোগিতা শক্তিশালী করতে কানাডার সাথে MoU স্বাক্ষর করলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- উত্তরপ্রদেশে Sant Kabir Academy and Research Centre-এর উদ্বোধন করলেন কে ?

উত্তর:- রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

প্রশ্ন:- এখনও পর্যন্ত চাঁদের সর্বাধিক নিখুঁত ম্যাপ তৈরি করলো কোন দেশ?

উত্তর:- চীন

প্রশ্ন:- মানবিক সহায়তা হিসাবে শ্রীলঙ্কাকে ৪৮ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে কোন সংস্থা?

উত্তর:- জাতি সংঘ

প্রশ্ন:- প্রথম ভারতীয় রেলওয়ে অফিসার হিসাবে Ironman Triathlon সম্পূর্ণ করলেন কে ?

উত্তর:- শ্রেয়াস জি. হসুর

প্রশ্ন:- ক্ষুদ্র ব্যবসা গুলিকে সাহায্য করতে SMB Saathi Utsa মে ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন সংস্থা?

উত্তর:- WhatsApp কোম্পানী

প্রশ্ন:- ফ্রান্সে অনুষ্ঠিত Para Shooting World Cup- এ সোনার মেডেল জিতলো কোন দেশ এবং কে?

উত্তর:- ভারতের অভনী লেখারা

প্রশ্ন:- বিশ্বে প্রথম ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য ‘Right to Repair’ আইন পাস করলো কোন দেশ?

উত্তর:- আমেরিকা

প্রশ্ন:- “The Winning Formula for Success” শিরোনামে ভারতের প্রথম স্পোর্টস মার্কেটিং বইটি লিখলেন কে?

উত্তর:- বিনীত কার্নিক

প্রশ্ন:- কলেজ স্টুডেন্টদের জন্য Nalaya Thiran Skills Program লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তর:- তামিলনাড়ু

প্রশ্ন:- লেটেস্ট ICC Women’s ODI Batting Rankings-এ কোন দেশ কত তম স্থানে আছে?

উত্তর:- প্রথম স্থানে আছেন অস্ট্রেলিয়ার Alyssa Healy; ভারতের মিথালী রাজের স্থান সপ্তম

Leave a Comment