Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-10]

প্রশ্ন:- সম্প্রতি অবসর গ্রহণকারী গুরুসাই দত্ত কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর:- ব্যাডমিন্টন

প্রশ্ন:- পশুদের জন্য ভারতের প্রথম করোনা ভ্যাকসিনের নাম হলো কি ?

উত্তর:- “Anocovax”

প্রশ্ন:- International Monetary Fund-এ Asia and Pacific Department-এর ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- কৃষ্ণ শ্রীনিবাসন

প্রশ্ন:- ভারতের প্রথম রাজ্য হিসাবে ড্রোন পলিসি অনুমোদন করলো কোন রাজ্য?

উত্তর:- হিমাচলপ্রদেশ

প্রশ্ন:- ব্রিটিশ কাউন্সিলের ‘India-UK Together Season of Culture’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- মিউজিক কম্পোজার এ.আর. রহমান

প্রশ্ন:- ৫ দিনে ৭৫ কিলোমিটার দীর্ঘ সড়ক বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললো কোন সংস্থা?

উত্তর:- National Highway Authority of India (NHAI)

প্রশ্ন:- সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি ও নামিবিয়া থেকে ৮টি চিতা বাঘ কেনার জন্য Mou স্বাক্ষর করলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা FIDE Chess Olympiad-এর ম্যাসকট হিসাবে কি ঘোষিত হলো?

উত্তর:- “Thambi”, তামিল ভাষায় এর অর্থ ছোট ভাই

প্রশ্ন:- ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন “গগনযান” লঞ্চ করা হবে কত সালে?

উত্তর:- ২০২৩ সালে

প্রশ্ন:- Special ASEAN Foreign Ministers’ Meet 2022 হোস্ট করবে কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- Quintillion Media-র নতুন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- সঞ্জয় পাগুলিয়া

প্রশ্ন:- বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কি?

উত্তর:- ১২ই জুন; থিম হলো”Universal Social Protection to End Child Labour”

প্রশ্ন:- মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন(MGNREGA) স্কিমের ন্যায়পাল হিসাবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- এন. জে. ওঝা

প্রশ্ন:- জাতি সংঘের প্রধান Antonio Guterres-এর প্রযুক্তি দূত হিসাবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- ভারতের আমানদীপ সিং গিল

প্রশ্ন:- Prasar Bharati-এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- মায়াঙ্ক আগার্বাল

প্রশ্ন:- গোয়ার পানাজিতে National Museum of Customs & GST-এর উদ্বোধন করলেন কে ?

উত্তর:- অর্থমন্ত্রী নির্মলা সিথারামন

প্রশ্ন:- সম্প্রতি শ্রীনগরে সুফি মহোৎসবের উদ্বোধন করলো কোন বিভাগ?

উত্তর:- জম্মু-কাশ্মীরের পর্যটন বিভাগ

প্রশ্ন:- ভারতে প্রথম Crypto Rupee Index (CRE8) লঞ্চ করলো কোন সংস্থা?

উত্তর:- CoinSwitch কোম্পানী

প্রশ্ন:- প্রথম ভারতীয় হিসাবে United Nations Global Compact (UNGC)এর দ্বারা Global SDG Pioneer স্বীকৃতি পেলেন কে ?

উত্তর:- রামকৃষ্ণ মুক্কাভিল্লি

প্রশ্ন:- ২০২৯ সালে শুক্র গ্রহের উদ্দেশ্যে DAVINCI Mission লঞ্চ করবে কোন দেশের গবেষকরা ?

উত্তর:- আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা NASA

প্রশ্ন:- Polyversity নামে এডুকেশনাল মেটাভার্স লঞ্চ করলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- HSNC University-এর দ্বারা ডি.লিট উপাধিতে সম্মানিত হলেন কে ?

উত্তর:- রতন টাটা

প্রশ্ন:- জাতি সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফতিমা

প্রশ্ন:- আজেরবাইজানে অনুষ্ঠিত ISSF World Cup 2022-এ ভারত মোট ৫টি মেডেল জিতলো, তার মধ্যে কোনটি কিসের কিসের ?

উত্তর:- যার মধ্যে ২টি সোনার এবং ৩টি রূপো

প্রশ্ন:- Norway Chess 2022 টাইটেল জিতলেন কে ?

উত্তর:- নরওয়ের দাবা লায়াড় ম্যাগনাস কার্লসেন

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

 আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।

Leave a Comment