দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-11]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- ৮০০০মিটারের বেশি উচ্চতাসম্পন্ন ৫টি শৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলা হলেন কে ?
উত্তর:- মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিতে
প্রশ্ন:- সম্প্রতি Hindustan Petroleum corporation Ltd. (HPCL)-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- পুষ্প কুমার যোশী
প্রশ্ন:- ট্র্যাক্টর সহ অন্যান্য চাষের যন্ত্রপাতি প্রদান করতে YSR Yantra Seva Scheme লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন:- আহমেদাবাদে Indian National Space Promotion and Authorisation Centre(IN-SPACe)-এর হেড কোয়ার্টার উদ্বোধন করলেন কে ?
উত্তর:- নরেন্দ্র মোদী
প্রশ্ন:- 2021 Global Economies for FDI তালিকায় কোন দেশ কত তম স্থানে আছে?
উত্তর:- ভারতের স্থান সপ্তম; প্রথম স্থানে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে হংকং
প্রশ্ন:- শ্রীলঙ্কান ট্যুরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ওয়ানডে ম্যাচের ক্যাপ্টেন হিসাবে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- হারমানপ্রীত কৌর
প্রশ্ন:- বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কি ?
উত্তর:- ১৪ই জুন; থিম হলো”Donating blood is an act of solidarity. Join the effort and save lives”
প্রশ্ন:- সম্প্রতি ভারতের ৭৪তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে ?
উত্তর:- তেলেঙ্গানার রাহুল শ্রীবাস্তব
প্রশ্ন:- চাষীদের জন্য ‘FRUITS’ সফটওয়্যার লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর:- কর্ণাটক রাজ্য সরকার
প্রশ্ন:- Azerbaijan Grand Prix 2022 জিতলো বেলজিয়ান -ডাচ রেসিং কার ড্রাইভার কে ?
উত্তর:- Max Verstappen
প্রশ্ন:- হায়দ্রাবাদে ভারতের প্রথম ইলেট্রনিক ডিসপ্লে প্ল্যান্ট তৈরি করবে কোন সংস্থা?
উত্তর:- Rajesh Exports
প্রশ্ন:- সম্প্রতি নতুন ১২টি Conservation Reserves এবং ৩টি Wildlife Sanctuaries তৈরি করা হলো কোন রাজ্যে?
উত্তর:-মহারাষ্ট্রে
প্রশ্ন:- সম্প্রতি চীন দেশের সাথে প্রথম রোড ব্রিজ সংযোগ করলো কোন দেশ?
উত্তর:- রাশিয়া
প্রশ্ন:-সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য ১৫ লক্ষ টাকা দুর্ঘটনা জীবন বীমার ঘোষণা করলেন কে ?
উত্তর:- জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
প্রশ্ন:- সম্প্রতি Flipkart-এর ২০৬০ কোটি টাকার শেয়ার কিনলো কোন সংস্থা?
উত্তর:- Tencent কোম্পানী
প্রশ্ন:- প্রথমবার FIFAe Nations Cup 2022-এর জন্য কোয়ালিফাই করলো কোন দেশ?
উত্তর:- ভারত
প্রশ্ন:- বিশ্ব বায়ু দিবস পালন করা হয় কবে ?
উত্তর:- প্রতি বছর ১৫ই জুন
প্রশ্ন:- Khelo India Youth Games 2021 টাইটেল জিতলো কোন রাজ্য এবং কটি মেডেল জেতাছে?
উত্তর:- হরিয়ানা; মোট ১৩৭টি মেডেল জিতেছে, যার মধ্যে ৫২টি সোনা, ৩৯টি রূপো এবং ৪৬টি ব্রোঞ্জ
প্রশ্ন:-২০২২ মে মাসে পুরুষ বিভাগে ICC Players of the Month হলেন কে ?
উত্তর:- শ্রীলঙ্কান ক্রিকেটার Angelo Mathews
প্রশ্ন:- ২০২২ মে মাসে মহিলা বিভাগে ICC Players of month হলেন কে ?
উত্তর:- পাকিস্তানি ক্রিকেটার টুবা হাসান
প্রশ্ন:-সম্প্রতি কর্নাটকের বন্দীপুর টাইগার রিজার্ভে প্রয়াত এশিয়ার সবথেকে লম্বা দাঁতওয়ালা হাতিটির নাম কি এবং কি নামে পরিচিত?
উত্তর:- ভোগেশ্বরা, যেটি Mr Kabini নামে পরিচিত
প্রশ্ন:- সম্প্রতি RBL Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- আর. সুব্রমনিয়া কুমার
প্রশ্ন:- 2022 BOSS Open পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে এবং মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
উত্তর:- ইতালীর Matteo Berrettini এবং মহিলা বিভাগে জিতলেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াটেক
প্রশ্ন:- সম্প্রতি সৌদি আরবকে অতিক্রম করে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী কোন দেশ ?
উত্তর:- রাশিয়া
প্রশ্ন:- আন্দামান সাগরে কি নামে নৌসেনা মহড়া শুরু করা হল?
উত্তর:- 38th India Indonesia Coordinated Patrol