Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-11]

প্রশ্ন:- BWF Indonesia Masters 2022 এ ব্যাডমিন্টন খেলায় কোন কোন দেশ এবং কারা কারা জিতলেন?

উত্তর:- পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় Viktor Axelsen এবং মহিলা বিভাগে জিতলেন চীনের Chen Yufei

প্রশ্ন:- সম্প্রতি উত্তর কোরিয়ার প্রথম মহিলা বিদেশ মন্ত্রী পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- Cho Son Hui

প্রশ্ন:- সম্প্রতি কোচিতে ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন কে?

উত্তর:- মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন কেরালার

প্রশ্ন:- সম্প্রতি ৬৯ বছর বয়সে মারা গেলেন কে ?

উত্তর:- এশিয়ান গেমসে সোনা জয়ী প্রাক্তন লং ডিসটেন্স রানার হরি চাঁদ

প্রশ্ন:- ভারতের প্রথম Centralized AC Railway Terminal চালু হলো কোথায়?

উত্তর:- বেঙ্গালুরুতে

প্রশ্ন:- ভারতের বৃহত্তম ভাঙা চাল আমদানিকারক কোন দেশ ?

উত্তর:- চীন

প্রশ্ন:- সম্প্রতি সুরক্ষা মিত্র প্রোজেক্ট লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

উত্তর:- কেরালা রাজ্য সরকার

প্রশ্ন:- সম্প্রতি গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করলো কোন দেশের সরকার?

উত্তর:- থাইল্যান্ডের সরকার

প্রশ্ন:- দীর্ঘ ২৭ বছর পর “Internet Explorer” নামে ব্রাউজারটি বন্ধ করলো কোন সংস্থা?

উত্তর:- Microsoft

প্রশ্ন:- World Competitiveness Index 2022-এ কোন দেশ কত তম স্থানে আছে?

উত্তর:- ভারতের স্থান ৩৭; প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক

প্রশ্ন:-বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কি ?

উত্তর:- ১৭ই জুন;থিম হলো -‘Rising up from drought together’

প্রশ্ন:- ফিনল্যান্ডে অনুষ্ঠিত Paavo Nurmi Games-এ ৮৯.৩০ মিটার জ্যাভলিন ছুঁড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন কে ?

উত্তর:- নিরাজ চোপড়া

প্রশ্ন:- “ভারত গৌরব স্কিম”-এর আওতায় ভারতের প্রথম প্রাইভেট ট্রেন সার্ভিস চালু হলো কোথায়?

উত্তর:- কয়েম্বাটুর থেকে শিরদি পর্যন্ত

প্রশ্ন:- ২০৩৫ সাল থেকে নতুন ডিজেল ও পেট্রোলচালিত গাড়ি বিক্রি ব্যান্ করতে চলেছে কোন দেশ?

উত্তর:- ইউরোপিয়ান পার্লামেন্ট উপদেষ্টা হিসাবে নিযুক্ত হচ্ছেন

প্রশ্ন:- আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হচ্ছেন কে ?

উত্তর:- আরতি প্রভাকর

প্রশ্ন:- ভারতে প্রথম শিল্পজাত স্টিল থেকে রাস্তা তৈরি করা হলো কোথায়?

উত্তর:- গুজরাটের সুরাটে

প্রশ্ন:- সম্প্রতি কর্ণাটকের কায়ুক্তা হিসাবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- বিচারপতি বি. এস. পাতিল

প্রশ্ন:- Cellular Operators’ Association of India(COAI)-এর নতুন চেয়ারপারসন পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- প্রমোদ কুমার মিত্তাল

প্রশ্ন:- করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ কমাতে ‘Ennum Ezhuthum Scheme’ লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তর:- তামিলনাড়ু

প্রশ্ন:- সম্প্রতি আমের রপ্তানি বৃদ্ধি করতে বাহরাইনে ‘Mango Festival 2022 – এর উদ্বোধন করলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- Mrs. India World 2022-23 শিরোপা জিতলেন কে ?

উত্তর:- সরগম কৌশল

প্রশ্ন:- বিশ্বে প্রথম দেশ হিসাবে প্রতিটা সিগারেটে লিখিত ওয়ার্নিং প্রণয়ন করলো কোন দেশ?

উত্তর:- কানাডা

প্রশ্ন:- Press Council of India (PCI)-এর প্রথম মহিলা চেয়ার পারসন পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- রঞ্জনা প্রকাশ দেসাই

প্রশ্ন:- 8th Global Conference of Young Parliamentarians হোস্ট করলো কে ?

উত্তর:-ইজিপ্ট

প্রশ্ন:- সম্প্রতি ৯১ বছর বয়সে মারা গেলে কোন উর্দু সাহিত্য সমালোচক ?

উত্তর:- পদ্মভূষণ প্রাপ্ত উর্দু সাহিত্য সমালোচক গোপী চাঁদ নারাং

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment